শুক্রবার, ১৫ আগস্ট ২০২৫

|

শ্রাবণ ২৯ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

ভোলাগঞ্জের লুটকৃত ৪০ হাজার ঘনফুট সাদা পাথর ডেমরা থেকে উদ্ধার করেছে নারায়ণগঞ্জের র‍্যাব-১১

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২২:২৬, ১৪ আগস্ট ২০২৫

আপডেট: ০০:২১, ১৫ আগস্ট ২০২৫

ভোলাগঞ্জের লুটকৃত ৪০ হাজার ঘনফুট সাদা পাথর ডেমরা থেকে উদ্ধার করেছে নারায়ণগঞ্জের র‍্যাব-১১

ফাইল ছবি

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার বিখ্যাত পর্যটন কেন্দ্র ভোলাগঞ্জ থেকে লুটকৃত মূল্যবান বিপুল পরিমাণ সাদা খনিজ পাথর উদ্ধারে ঢাকার ডেমরার সারুলিয়ায় র‍্যাব, জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ অভিযান পরিচালিত হয়েছে। 

বৃহস্পতিবার (১৪ আগষ্ট) রাতে ডেমরার সারুলিয়া শুকুরসী ঘাট এলাকায় এই যৌথ অভিযানটি পরিচালিত হয়। 

সাম্প্রতিক সময়ে ভোলাগঞ্জ এলাকা থেকে প্রায় ২ লক্ষ ঘনফুট সাদা পাথর লুট করা হয়েছে, যার বাজারমূল্য আনুমানিক ২০০ থেকে ২৫০ কোটি টাকা। পাশাপাশি প্রায় ৬ লক্ষ ঘনফুট বালু লুটপাট হয়েছে, যার বাজারমূল্য প্রায় ২৪০ কোটি টাকা। অবৈধভাবে উত্তোলিত এসব পাথর স্থানীয় দয়ার বাজার, কলাবাড়ি ও ভোলাগঞ্জের ১০নং ঘাটে জমা করে বিভিন্ন ক্রাশার মেশিনে পাঠানো হতো বলে জানা গেছে।

সাদা পাথর লুটপাট বন্ধে ইতোমধ্যে আইনশৃঙ্খলা বাহিনী অভিযান শুরু করেছে। এরই ধারাবাহিকতায় নারায়ণগঞ্জস্থ র‍্যাব-১১, জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের অভিযানে রাতে ঢাকার ডেমরার সারুলিয়া এলাকায় আনুমানিক ৪০ হাজার ঘনফুট আস্ত ও ক্রাশড পাথর জব্দ করেছে। 

র‍্যাব-১১ এর অধিনায়ক লেঃ কঃ এইচ এম সাজ্জাদ হোসেন জানান, অবৈধভাবে উত্তোলিত এসব বিপুল পরিমাণ পাথরের অনেকাংশ মেশিনে ক্রাশ করা হয়েছে। ৭টি প্রতিষ্ঠান থেকে এসব পাথর জব্দ করা হয়েছে। তাদের মালিকপক্ষের তালিকা করা হয়েছে। অভিযানের অগ্রগতি সম্পর্কে বিস্তারিত শিগগিরই জানানো হবে।