
প্রতীকী ছবি
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মেহেদী হাসান (২৭) নামক যুবক আত্নহত্যা করেছেন।
রোববার (১৪ সেপ্টেম্বর) দুপুরে সিদ্ধিরগঞ্জের জালকুড়ি সরদার পাড়া এলাকার আলিম সরদারের বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত মেহেদী হাসান রাজিব (২৭) পাবনা জেলার সুজানগর থানার আব্দুল কুদ্দুসের ছেলে।
জানা যায়, নিহত যুবক ঘরের ভিতর সিলিং ফ্যানের সাথে গলায় দরজার পর্দা পেঁচিয়ে আত্মহত্যা করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম জানান, পুলিশ লাশটি উদ্ধার করেছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য ভিক্টোরিয়া সরকারি জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।