
ফাইল ছবি
নারায়ণগঞ্জের ফতুল্লায় বেপরোয়া গতির অজ্ঞাত গাড়ির ধাক্কায় আব্দুল করিম (৭৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।
রোববার (১৪ সেপ্টেম্বর) ফতুল্লায় পাগলা বাজারের সামনে ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়কে এঘটনা ঘটে। নিহত আব্দুল করিম ফতুল্লার পূর্ব শিহাচর এলাকার মৃত. আহাদ আলীর ছেলে।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম জানান, বেপরোয়া গতিতে আসা অজ্ঞাত একটি গাড়ি আব্দুল করিমকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। তখন স্থানীয় লোকজন আব্দুল করিমকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ঘাতক গাড়িটি শনাক্তের চেষ্টা চলছে।