মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫

|

অগ্রাহায়ণ ৯ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

যাত্রী ভেবে পুলিশের টহল গাড়িতে ডাকাতের হানা

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২২:১৪, ২৪ নভেম্বর ২০২৫

যাত্রী ভেবে পুলিশের টহল গাড়িতে ডাকাতের হানা

প্রতীকী ছবি

নারায়ণগঞ্জের আড়াইহাজার-বিশন্দদী সড়কে গভীর রাতে নিরাপত্তা নিশ্চিতে সিএনজিচালিত অটোরিকশায় টহল দিচ্ছিলেন পুলিশ সদস্যরা। তাদের যাত্রী ভেবে সেই গাড়িতে হানা দেয় একদল ডাকাত। কিন্তু বিধিবাম! ভেতর থেকে বেরিয়ে এলো পুলিশ।

সবশেষ পুলিশের তাড়া খেয়ে পালিয়ে যায় হামলাকারীরা। রোববার (২৩ নভেম্বর) দিবাগত রাত ৩টার দিকে আড়াইহাজারের জালাকান্দি এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয় একটি রামদা। 

পুলিশ জানায়, নারায়ণঞ্জে ডাকাতি-ছিনতাইসহ নানা অপরাধ প্রতিরোধে একটি সিএনজিচালিত অটোরিকশায় টল দিচ্ছিলেন পুলিশ সদস্যরা। সেই গাড়িটি জালাকান্দি এলাকায় পৌঁছালে রামদা হাতে হঠাৎ আক্রমণ করে একদল ডাকাত। ডাকাতি চেষ্টার বিষয়টি বুঝতে পেরে পাল্টা প্রতিরোধ করেন পুলিশ সদস্যরা। এসময় গোপালদী তদন্ত কেন্দ্রের কনস্টেবল মারুফ ডাকাতদের সঙ্গে ধস্তাধস্তির এক পর্যায়ে একজন ডাকাতের হাতে থাকা রামদাটি ছিনিয়ে নিতে সক্ষম হন। এরপর পুলিশের ধাওয়া খেয়ে পালিয়ে যায় ডাকাত দলের সদস্যরা। ঘটনাস্থল থেকে ডাকাত দল পালিয়ে গেলেও ধস্তাধস্তিতে কনস্টেবল মারুফ সামান্য আহত হন।

আড়াই হাজার ওসি খন্দকার নাসির উদ্দিন বলেন, গভীর রাতে টহলরত পুলিশের সিএনজি অটোরিকশাকে সাধারণ যাত্রীবাহী গাড়ি ভেবে ডাকাত দল হামলা চালায়। মুহূর্তেই এএসআই রিপনের নির্দেশে সদস্যরা পাল্টা প্রতিরোধ গড়ে তোলেন। পরে তারা পালিয়ে যায়। এ ঘটনায় হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।