মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫

|

আষাঢ় ২৯ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

বন্দরে ভূমিদস্যু সৌরভ বাহিনীর অত্যাচারে এলাকাবাসী অতিষ্ট 

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৬:৫৯, ২৭ অক্টোবর ২০২৪

বন্দরে ভূমিদস্যু সৌরভ বাহিনীর অত্যাচারে এলাকাবাসী অতিষ্ট 

ফাইল ছবি

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ২০নং ওয়ার্ড সোনাকান্দা এলাকার তাজ মোহাম্মদের ছেলে আওয়ামীলীগের দোসর সৌরভ বাহিনীর অত্যাচারে এলাকাবাসী অতিষ্ঠ। 

সূত্রে জানা যায় আওয়ামীলীগ সন্ত্রাসীদের দোসর জাতীয় পার্টির ২০ নং ওয়ার্ডের যুগ্ম সাধারন সম্পাদক ছিচকে সন্ত্রাসী সৌরভ প্রধানের নামে বন্দর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে ভুক্তভোগী ফারুক হোসেন।

অভিযোগে বলা হয় যে সোনাকান্দা এলাকা তাজ মোহাম্মদের ছেলে সৌরভ প্রধান পূর্ব হাজীপুর এলাকায় আঃ খালেক মিয়ার ছেলে আব্দুল মালেক এবং দড়ি সোনাকান্দা এলাকায় খাজিনুর মিয়ার ছেলে সাহানুর এর সাথে সোনাকান্দা নিবাসী  মৃত টুকু মিয়ার ছেলে ফারুক হোসেন (৫৬) জমি জমা সংক্রান্ত বিষয় নিয়ে দীর্ঘদিন যাবত হাজিপুর মৌজায় ৪৬ শতাংশ পৈত্রিক সম্পত্তি জমির বিরোধ  চলে আসছিল।

তার ধারাবাহিকতায় গত ২০ শে অক্টোবর সকালে ফারুক হোসেন তার পৈত্রিক  সম্পত্তি বাড়ির দালানে রং দিয়ে বিক্রি করার জন্য বিজ্ঞাপন দেয়।  বিজ্ঞাপন দেখে আঃ মালেক, সাহানুর ও সৌরভ এর নেতৃত্বে একদল সন্ত্রাসী ভূমিদস্যু বাহিনী ওই বাড়ি দেয়ালে থাকা  বিজ্ঞাপন মুছে দিয়ে আসে এবং হুমকি দিয়ে  বলে এই বাড়ির জায়গার সামনে যে আসবে তাহাকে মেরেফেলা হবে বলে জানান ভুক্তভোগী ফারুক মিয়া। অভিযোগে বলেন এই সৌরভ প্রধান একজন কুখ্যাত মাদক ব্যবসায়ী ভূমিদস্যু ও বটে। 

তথ্য সূত্রে আরো জানা যায় মহাজোট সরকার থাকাকালীন সময়ে সাবেক এমপি সেলিম ওসমানের  গুপ্তচর হিসাবে কাজ করতেন এই সৌরভ । এবং সেলিম ওসমানের সাথে সক্ষতা তৈরি করে বন্দর সোনাকান্দা, দড়ি সোনাকান্দা, হাজীপুর এনায়েতনগর সহ বন্দরের অলিতে গলিতে সাঙ্গ-পাঙ্গ তৈরি করে গড়ে তোলেছে মাদকের হাট। ছিচকে সন্ত্রাসী  মাদক ব্যবসায়ী ও ভূমিদস্যু সৌরভ কে আইনের আওতায় এনে শাস্তি দাবী জানান ঐ ভুক্তভোগী পরিবার।