শনিবার, ১৬ আগস্ট ২০২৫

|

শ্রাবণ ৩১ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

বন্দরে গণপিটুনিতে ডাকাতের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১২:১৩, ১৬ আগস্ট ২০২৫

বন্দরে গণপিটুনিতে ডাকাতের মৃত্যু

প্রতীকী ছবি

নারায়ণগঞ্জের বন্দর ডাকাতির সময় ডাকাত দলকে ঘেরাও করে গণপিটুনি দিয়েছে এলাকাবাসী। এঘটনায় একজন ডাকাত নিহত হয়েছেন।

শনিবার (১৬ আগষ্ট) সকালে বন্দর উপজেলার কলাগাছিয়া এলাকায় এ ঘটনা ঘটেছে।

নিহত ডাকাতের পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ।

এলাকাবাসী জানায়, মেঘনা নদীতে সারারাত ডাকাতির পর ধাওয়া খেয়ে সকালে ডাকাতদের দলটি বন্দরের কলাগাছিয়া এলাকায় পৌঁছায়। এসময় এলাকাবাসী ডাকাতদের উপস্থিতি টের পেয়ে তাদের ঘেরাও করে গণপিটুনি দেয়। 

এসময় গণপিটুনিতে একজন ডাকাত নিহত ও একজন গুরুতর আহত হন। এসময় ডাকাতদলের অন্যান্য সদস্যরা পালিয়ে যান।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী জানান, আমরা খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ কাজ করছে।