শনিবার, ১৬ আগস্ট ২০২৫

|

শ্রাবণ ৩১ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মদিনে রূপগঞ্জে দোয়া ও মিলাদ মাহফিল

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১১:১৫, ১৬ আগস্ট ২০২৫

বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মদিনে রূপগঞ্জে দোয়া ও মিলাদ মাহফিল

দোয়া ও মিলাদ মাহফিল

রূপগঞ্জ উপজেলা ছাত্রদলের আয়োজনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মদিনে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৫ আগস্ট) বিকালে নারায়ণগঞ্জের রূপগঞ্জের শী সেল পার্ক মিলনায়তনে অনুষ্ঠিত মাহফিলে প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক জেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী মনিরুজ্জামান মনির।

নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি সুলতান মাহমুদের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক নাসির উদ্দিন, নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহাবুবুর রহমান এবং জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মোশাররফ হোসেন।

এ সময় বীর মুক্তিযোদ্ধা কাজী মনিরুজ্জামান বলেন, ‘এখন সময় দেশে নির্বাচন আদায়ের। স্বাধীনতার মহান ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন—যেমন, দেশের স্বপ্ন দেখতেন, আমরা সেই স্বপ্ন বাস্তবায়ন করতে নির্বাচন মাধ্যমে দেশনায়ক তারেক রহমানের প্রদত্ত রাষ্ট্র কাঠামোর ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে নতুন বাংলাদেশ গড়ব। আজ বেগম খালেদা জিয়ার জন্মদিনে আমরা মহান আল্লাহর কাছে তার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করছি এবং দেশবাসীর কাছেও দোয়া চাই।’

 

কক্সবাজার সমুদ্র সৈকতে গোসলে নেমে পর্যটকের মৃত্যু

কক্সবাজার সমুদ্র সৈকতে গোসলে নেমে পর্যটকের মৃত্যু

বিস্তারিত পড়ুন

 

সুলতান মাহমুদ বলেন, ‘তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গণতন্ত্রের আপসহীন নেতা। আমাদের কান্ডারি। আমরা রূপগঞ্জ উপজেলা ছাত্রদল বীর মুক্তিযোদ্ধা কাজী মনিরুজ্জামানের হাতকে শক্তিশালী করতে রাজপথে আছি ও থাকব। বিগত সময়ে আওয়ামী লীগের নির্যাতনের শিকার হয়ে অর্ধশতাধিক মামলা মোকাবেলা করেছি, কিন্তু দলীয় কোনো কর্মসূচি থেকে পিছপা হইনি। ফ্যাসিস্টদের কাছে আমরা ছিলাম টার্গেট। আজ আমাদের মহিয়সী নেত্রীর জন্মদিনে সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করছি।’

উক্ত দোয়া মাহফিলে উপজেলার ৭টি ইউনিয়ন ও ২টি পৌরসভার বিভিন্ন ইউনিট থেকে নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে মিলিত হয়ে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও মুনাজাত পরিচালনা করা হয়।