শনিবার, ১৬ আগস্ট ২০২৫

|

শ্রাবণ ৩০ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

আদর্শিক সমাজ গঠনে ভূমিকা রাখতে হবে : আব্দুল জব্বার

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ০০:৪০, ১৬ আগস্ট ২০২৫

আদর্শিক সমাজ গঠনে ভূমিকা রাখতে হবে : আব্দুল জব্বার

মাওলানা আব্দুল জব্বার

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য, নারায়ণগঞ্জ মহানগরী আমীর ও উন্নায়ন ফোরামের সম্মানিত চেয়ারম্যান মাওলানা আব্দুল জব্বার বলেন,খেলাধুলা শরীরচর্চা অসুস্থ বিনোদনের মাধ্যমে ছাত্র যুব সমাজকে আদর্শিক সমাজ গঠনে ভূমিকা রাখতে হবে।  কারণ আজকের যুবসমাজ খেলাধুলা ভুলে গিয়ে ফেসবুক, ইউটিউব এবং বিপদগামী হচ্ছে । কিন্তু জুলাই যুদ্ধা পরিষদের উদ্যোগে আজকের যে সুন্দর আয়োজন তা আগামী দিনে  যুব ও ছাত্রসমাজকে রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি প্রত্যাশা করেন। 

খেলা হবে বলে যারা রাতের আধারে পালিয়ে যায়। তাদের মতো সন্ত্রাসী খেলা নারায়ণগঞ্জের মানুষ আর দেখতে চায় না ১৫ আগষ্ট শুক্রবার বাদ আসর ফতুল্লা কুতুবপুর ইউনিয়নের নূরবাগ এলাকায় কুতুবপুর জুলাই যোদ্ধা পরিষদ ফুটবল টূর্নামেন্টের ফাইনাল খেলার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের আমীর ও নারায়ণগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা আবদুল জব্বার। এসময় তিনি আরো বলেন বিগত স্বৈরাচারীর আমলে পুরো দেশটাতে মাদক ও জুয়ার নেশা দিয়ে কারাগারে পরিনত করছিলো। আমাদের যুব সমাজটাকে ধ্বংস করার পরিকল্পানা ছিল তাদের। 

এসময় তিনি যুবকদের উদ্যেশে বলেন প্রযুক্তির এ যুগে আমাদের আরো সর্তকতার সাথে চলতে হবে, কোন ধরনের ফাদেঁ পা দেওয়া যাবেনা। মনে রাখতে হবে আল্লাহর রাসূলের আর্দশ থেকে চুল পরিমান বিচ্যুতি হওয়া যাবেনা। 

ফাইনাল খেলায়  চ্যাম্পিয়ন: নূরবাগ ওয়েলফেয়ার সোসাইটি। সর্বোচ্চ গোলদাতা (গোল্ডেন বুট): শাহাদাত হোসেন সাজ্জাদ, রানার্সআপ: নব দিগন্ত তরুণ সংঘ, সেরা গোলরক্ষক (গোল্ডেন গ্লাভস): আশিক।

এসময় কুতুবপুর জুলাই যোদ্ধা পরিষদের পরিচালক হাসান মাহমুদের পরিচালনায় ওসভাপতি মো: আসলাম মিয়ার সভাপতিত্বেকুতুপুরের ১৬ টি সামাজিক সংগঠন নিয়ে এ টুর্নামেন্ট আয়োজনে বিশেষ অতিথি ছিলেন নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের কর্ম পরিষদ সদস্য মুহাম্মদ জাকির হোসাইন, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আবু সাঈদ মুন্না।

এসময় কুতুবপুর জুলাই যোদ্ধা পরিষদ আয়োজিত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল রাউন্ড ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়।