
এতিমদের নিয়ে দোয়া মাহফিল
নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে এতিমদের নিয়ে দোয়া মাহফিল করেছে নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দল।
শুক্রবার (১৫ আগষ্ট) রূপগঞ্জের মুড়াপাড়া এলাকায় হাজী গুলবক্স ভূঁইয়া হাফিজীয়া মাদ্রাসা ও এতিমখানায় এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করেন তারা।
দোয়া মাহফিল শেষে মাদ্রাসার এতিম বাচ্চাদের জন্য বিশেষ খাবারের আয়োজন করেন স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। এসময় এতিমদের সাথেই খাবার খেয়ে খালেদা জিয়ার জন্মদিন উদযাপন করেন তারা।
এতে জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক রফিকুল ইসলাম রফিক, সদস্য সচিব সালাহউদ্দিন সালু, সাবেক যুগ্ম সম্পাদক সালাহউদ্দিন দেওয়ান প্রমূখ উপস্থিত ছিলেন।