শনিবার, ১৬ আগস্ট ২০২৫

|

শ্রাবণ ৩০ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

মাসুম বিল্লাহর গণসংযোগ 

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ০০:৩৯, ১৬ আগস্ট ২০২৫

মাসুম বিল্লাহর গণসংযোগ 

গণসংযোগ

ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত নারায়ণগঞ্জ ৫ আসনের হাত পাখার সংসদ সদস্য প্রার্থী মুফতি মাসুম বিল্লাহ আজ শুক্রবার বিকাল পাঁচটায় গণসংযোগ করেন।

বন্দর দক্ষিণ থানার ২১ নং ওয়ার্ড শাহী মসজিদ পল্লী বিদ্যুৎমোড় থেকে শুরু করে বন্দর ঘাট পর্যন্ত এলাকাবাসীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। 

এসময়ে উপস্থিত ছিলেন মহানগর সহ-সভাপতি মো নূর হোসেন, সেক্রেটারি মুহাম্মদ  সুলতান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক মাওলানা শামসুল আলম, অর্থ সম্পাদক মোঃ ইসমাইল হোসেন, বন্দর থানা দক্ষিণের সভাপতি আলহাজ্ব আবুল হাসেম, বন্দর থানা উত্তরের সেক্রেটারি মোঃ আব্দুল হক, দক্ষিণের সেক্রেটারি মোহাম্মদ মাইনুদ্দিন, ইসলামী যুব আন্দোলন নারায়ণগঞ্জ মহানগরের সাধারণ সম্পাদক মোহাম্মদ আনোয়ার হোসেন সহ নেতৃবৃন্দ।

মুফতি মাসুম বিল্লাহ বলেন, স্বাধীনতার পর থেকে আমরা অনেক শাসক দেখেছি, শাসিত হয়েছি। কিন্তু মানুষ প্রকৃত শান্তি ও তাদের মৌলিক অধিকার পায় নাই। আগামীতে চাঁদাবাজ, সন্ত্রাস ও কোন রকমের ফ্যাসিবাদ শাসক জনগণ চায় না। শান্তিকামী ও মুক্তিকামী মানুষের চাওয়া ইসলামী দল রাষ্ট্র ক্ষমতায় আসুক।