শনিবার, ১৬ আগস্ট ২০২৫

|

শ্রাবণ ৩০ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

মানুষের সমর্থন তখনই পাবেন যখন বয়োজ্যেষ্ঠদের সম্মান করবেন : গিয়াসউদ্দিন

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ০০:০৬, ১৬ আগস্ট ২০২৫

মানুষের সমর্থন তখনই পাবেন যখন বয়োজ্যেষ্ঠদের সম্মান করবেন : গিয়াসউদ্দিন

মুহাম্মদ গিয়াসউদ্দিন

বিএনপি চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী, আপোষহীন ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮১ তম জন্মদিন উপলক্ষে দোয়া আলোচনা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৫ আগস্ট) কাঁচপুরে সোনারগাঁ উপজেলা বিএনপি ও পৌর বিএনপির উদ্যোগে এ দোয়ার আয়োজন করা হয়। দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ গিয়াসউদ্দিন।

প্রধান অতিথির বক্তব্যে মুহাম্মদ গিয়াসউদ্দিন বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের অনুপ্রেরনা আমাদের শক্তি।  নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের যে ট্রেন চালু হয়েছে, তাতে আপনারা মানুষের সমর্থন তখনই পাবেন যখন বয়োজ্যেষ্ঠদের সম্মান করবেন। গ্রামে যারা অত্যাচার করে, তাদের রুখে দেবেন। পদ নয় বরং দলকে ভালোবাসবেন। তিনি বলেন, আওয়ামী বিরোধী যারা বুকের রক্ত দিয়ে দেশের স্বাধীনতা এনেছে, তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে দেশে অস্থিরতা সৃষ্টি করলে দেশের মানুষ সেটা রুখে দেবে। এই দেশটা এখন জনগণের। এটা এখন আর হাসিনার বাংলাদেশ নয়। এখন বিচারকের আদালতে আর লাথি মারা হবে না। আমার ভোট এখন আমিই দেব, যে ভোটের জন্য আমরা আত্মাহুতি দিয়েছি। যদি এই দেশে একটি সুষ্ঠু নির্বাচন হয়, আল্লাহ ছাড়া কেউ ধানের শীষকে রুখতে পারবে না।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,নারায়ণগঞ্জ জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও সোনারগাও থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শাহ আলম মুকুল,থানা বিএনপির সাবেক সহ সাংগঠনিক সম্পাদক রমজান সরকার, থানা যুবদলের আহবায়ক শহিদুর রহমান শপন,সাদিপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও তাতীদল কেন্দ্রীয় কমিটির সদস্য আমির হোসেন,থানা যুবদলের যুগ্ম আহবায়ক আশরাফ প্রধান,থানা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক বদিউল ইসলাম, থানা সেচ্ছাসেবকদলের সদস্য সচিব নাসিরুদ্দিন, থানা তাতীদলের সাবেক সাধারণ সম্পাদক শাহ আলম কিরন সহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের নেতাকর্মীরা।