
ফাইল ছবি
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ও আড়াইহাজারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মামলার পাঁচজন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (১৫ আগষ্ট) বিষয়টি নিশ্চিত করেছে নারায়ণগঞ্জ জেলা পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন- সিদ্ধিরগঞ্জের বিহারী ক্যাম্পের মৃত কামালের ছেলে মোঃ ভুট্টু (৩৯), পাইনাদী এলাকার মৃত ছিদ্দিক মিয়ার ছেলে ১ নং ওয়ার্ড শ্রমিকলীগের সভাপতি মোঃ আঃ বারেক, আড়াইহাজারের ব্রাহ্মন্দী ইউনিয়নের মৃত সুলতানপর ছেলে উপজেলা তাতীলীগের সভাপতি মোঃ বাবুল হোসেন, মধ্যপাড়া এলাকার মৃত নুরুল হকের ছেলে ৮ নং ওয়ার্ডের যুবলীগের সভাপতি মোঃ মাসুদ(৩৮), মাহমুদপুর ইউনিয়নের মৃত পারভোজ মোল্লার ছেলে ও ইউনিয়ন শেখ রাসেল সংসদের সাংগঠনিক সম্পাদক মোঃ নাইফ মোল্লা(২২)।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম জানান, কাউন্সিলর মতিউর রহমান মতির সহযোগী এবং যুবলীগের সক্রীয় কর্মী মোঃ ভুট্টু ও শ্রমিকলীগ সভাপতি মোঃ আঃ বারেককে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে।
এ বিষয়ে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নাসির উদ্দিন জানান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হত্যা মামলায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে।