
ফাইল ছবি
বন্দরে ২০০ গ্রাম গাঁজাসহ জাহাঙ্গীর (৫০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃত মাদক ব্যবসায়ী জাহাঙ্গীর বন্দর উপজেলার কুশিয়ারা এলাকার মৃত সামাদ মিয়ার ছেলে। গাঁজা উদ্ধারের ঘটনায় বন্দর ফাঁড়ি উপ পরিদর্শক আরিফ তালুকদার বাদী হয়ে বন্দর থানায় মাদক আইনে মামলা রুজু করেছে। যার মামলা নং- ২৬(৮)২৫। গ্রেপ্তারকৃতকে উল্লেখিত মামলায় শুক্রবার (১৫ আগস্ট) দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে। এর আগে গত বৃহস্পতিবার (১৪ আগস্ট) সন্ধ্যা সোয়া ৬টায় বন্দর উপজেলার কুশিয়ারা এলাকায় অভিযান চালিয়ে গাঁজাসহ তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
থানা সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী জাহাঙ্গীর দীর্ঘ দিন ধরে কুশিয়ারা এলাকায় অবাধে গাঁজা বিক্রি করে আসছিল।