শুক্রবার, ১৫ আগস্ট ২০২৫

|

শ্রাবণ ৩০ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

খালেদা জিয়ার জন্মদিনে করজোড়ে দোয়া চাইলেন খোরশেদ 

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৮:২১, ১৫ আগস্ট ২০২৫

খালেদা জিয়ার জন্মদিনে করজোড়ে দোয়া চাইলেন খোরশেদ 

মাকছুদুল আলম খন্দকার খোরশেদ

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ৮০তম জন্মদিন উপলক্ষে দোয়া চেয়েছেন নারায়ণগঞ্জ ৫ (সদর-বন্দর) আসনের বিএনপির সাবেক প্রাথমিক চূড়ান্ত প্রার্থী মাকছুদুল আলম খন্দকার খোরশেদ। 

শুক্রবার (১৫ আগষ্ট) জুমার নামাজের আগে শহরের মাসদাইর এলাকায় আদর্শ স্কুল জামে মসজিদে করজোড়ে এ দোয়া চান তিনি। একই সাথে শহরের ১৩ নং ওয়ার্ডের প্রতিটি মসজিদে দোয়া চাওয়া হয় নাসিকে প্রতিবার সর্বোচ্চ ভোটে নির্বাচিত এ ওয়ার্ডের সাবেক এ কাউন্সিলরের পক্ষে।

এসময় তিনি সকলের কাছে অনুরোধ করেন বিএনপি চেয়ারপারসনের দীর্ঘায়ু ও সুস্বাহ্য কামনায় বিশেষভাবে মহান আল্লাহর দরবারে দোয়া করার জন্য।

এর আগে সকাল থেকে বিভিন্ন প্রতিষ্ঠানে দোয়া চাওয়ার পাশাপাশি সকলের কাছে দোয়া চান খোরশেদ। দেশ ও দেশের প্রয়োজনে খালেদা জিয়ার মত একজন নেত্রীর খুব দরকার বলে জানান তিনি।