
ফাইল ছবি
অপারেশন ডেভিল হান্ট অভিযানে বন্দরে স্বেচ্ছাসেবকলীগের নেতাসহ ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলো বন্দর থানার ২৩ নং ওয়ার্ডের নবীগঞ্জ বাগবাড়ি এলাকার মৃত সহিদ মিয়ার ছেলে স্বেচ্ছাসেবকলীগ নেতা বাদশা মৃধা (৩৮) ও বন্দর থানার কুড়িপাড়া এলাকার মহিউদ্দিন মিয়ার ছেলে আওয়ামীলীগ নেতা মোস্তাফিজুর রহমান (৫৪)। গ্রেপ্তারকৃতদের শুক্রবার (১৮ জুলাই) দুপুরে বন্দর থানার দায়েরকৃত ১১(৯)২৪ নং মামলায় এদেরকে আদালত প্রেরণ করেছে পুলিশ। এর আগে গত বৃহস্পতিবার (১৭ জুলাই) রাতে বন্দর থানার পৃথক এলাকায় অভিযান চালিয়ে এদেরকে গ্রেপ্তার করা হয়।
থানা সূত্রে জানা গেছে, বন্দর ১নং খেয়াঘাটে বৈষম্য বিরোধী আন্দোলনরত ছাত্রদের উপর অতর্কিত হামলা চালায় আওয়ামীলীগসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এ ঘটনায় থানায় মামলা দায়ের করলে পুলিশ ওই মামলায় উল্লেখিতদের গ্রেপ্তার আদালতে প্রেরণ করে।