শনিবার, ০৭ ডিসেম্বর ২০২৪

|

অগ্রাহায়ণ ২২ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

সিদ্ধিরগঞ্জে পুরাতন টায়ার ও পেট্রোলের বোতলসহ ছাত্রদল সভাপতি আটক

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২৩:৪৭, ১৮ নভেম্বর ২০২৩

সিদ্ধিরগঞ্জে পুরাতন টায়ার ও পেট্রোলের বোতলসহ ছাত্রদল সভাপতি আটক

ছাত্রদল সভাপতি মোহাম্মদ সোহেব হাওলাদার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পুরাতন টায়ার ক্রয় করতে গিয়ে আটক হয়েছেন নারায়ণগঞ্জ কলেজ শাখা ছাত্রদলের সভাপতি মোহাম্মদ সোহেব হাওলাদার।

শনিবার (১৮ নভেম্বর) রাতে সিদ্ধিরগঞ্জের গোদনাইল শান্তিনগর ক্যানাল পাড় এলাকা থেকে ছাত্রদলের এ নেতাকে আটক করে পুলিশ। এর আগে স্থানীয় আওয়ামীলীগের নেতাকর্মীরা তাকে আটক করে একটি ইজিবাইকের গ্যারেজ থেকে। সেখানে সে পুরাতন টায়ার কিনতে এসেছিলেন বলে দাবী করেন আওয়ামীলীগের স্থানীয় নেতৃবৃন্দরা। এসময় তার কাছ থেকে পেট্রোল ভর্তি একটি বোতলও উদ্ধার করা হয়।

আটকের পর তাকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি নারায়ণগঞ্জ কলেজ শাখা ছাত্রদলের সভাপতি বলে জানান স্থানীয় আওয়ামিলীগ নেতৃবৃন্দদের নিকট। তার বাড়ি সিদ্ধিরগঞ্জের নাসিক ৮নং ওয়ার্ডের নতুন আইল পাড়া এলাকায়।

এ বিষয়ে ছাত্রলীগ নেতা তামীম জানান, নাশকতার পূর্ব পরিকল্পনা অনুযায়ী নারায়ণগঞ্জ কলেজ শাখা ছাত্রদলের সভাপতি মোহাম্মদ সোহেব হাওলাদার শনিবার রাতে সিদ্ধিরগঞ্জের নাসিক ৮নং ওয়ার্ডের শান্তিনগর ক্যানালপাড় একটি গ্যারেজে পুরাতন টায়ার কিনতে আসে। এমন খবর পেয়ে সাথে সাথে আমরা সেখানে যাই এবং তাকে আটক করি। পরে তার কাছ থেকে পেট্রোলভর্তী একটি বোতল উদ্ধার করি। এসময় তাকে পেট্রোলের বোতলের কথা জিজ্ঞেস করলে সে স্বীকার করে আগামীকাল হরতালের সময় ব্যাবহারের জন্য এগুলো নিয়েছে।  

ছাত্রলীগের এই নেতা আরো জানান, আমরা তার বিষয়ে খোঁজ নিয়ে জানতে পারি সে বিগত দিনগুলোতে বিএনপির ডাকা অবরোধ কর্মসূচিতে সক্রিয়ভাবে বিভিন্ন নাশকতামূলক কর্মকান্ডে নিজে উপস্থিত থেকেছেন। পরবর্তীতে সে আমাদের কাছে এগুলো স্বীকারও করেছেন। তার বিভিন্ন কার্যক্রমের ভিডিও আমাদের হাতে এসেছে। পরে আমরা তাকে পুলিশের নিকট সোপর্দ করি ।

সিদ্ধিরগঞ্জ থানার ওসি গোলাম মোস্তফা বিষয়টি নিশ্চিত করে জানান, পুরাতন টায়ার ক্রয় করার সময়  স্থানীয় লোকজন ছাত্রদল নেতাকে আটক করে পুলিশে সোপর্দ করে।