
ফাইল ছবি
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে কিশোর খুনের ঘটনায় জড়িত দুই আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব-১১।
শনিবার (২৪ মে) এক ক্ষুদে বার্তায় নারায়ণগঞ্জ পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছে র্যাব ১১।
গ্রেপ্তারকৃত আসামিরা হলেন- সিদ্ধিরগঞ্জেট নয়াপাড়া এলাকার আব্দুস সামাদের ছেলে মোঃ হৃদয় (৩০) ও নোয়াখালী জেলার সদর থানার মোঃ মনির হোসেনের ছেলে আল আমিন (২০)।
গ্রেপ্তারকৃত আসামিকে আইনানুগ কার্যক্রমের জন্য সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
এর আগো গত ২৩ মে সিদ্ধিরগঞ্জে কথা কাটাকাটির জেরে মোঃ আব্দুল্লাহ খাঁন রায়হান (১৬) নামের এক কিশোরকে ছুরিকাঘাতে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় আট আসামির নাম উল্লেখসহ ষোল জনের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন নিহত কিশোরের বাবা মোঃ সামিম খান (৪২)।