শনিবার, ২৭ জুলাই ২০২৪

|

শ্রাবণ ১১ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

সোনারগাঁওয়ে শিল্পাচার্য জয়নুলের মৃত্যুবার্ষিকী পালিত

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ০০:৪১, ২৯ মে ২০২৪

সোনারগাঁওয়ে শিল্পাচার্য জয়নুলের মৃত্যুবার্ষিকী পালিত

ফাইল ছবি

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে শিল্পাচার্য জয়নুল আবেদিনের ৪৮ তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এসময় লোকজ কারুশিল্পের ভুবন-ঐতিহ্যের গৌরব ও সময়ের সংকট শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার (২৮ মে) বিকেলে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের বড়সর্দার বাড়ি ফাউন্ডেশন কমপ্লেক্সে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের পরিচালক ড. আমিনুর রহমান সুলতান এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ-আল-কায়সার ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব খলিল আহমদ।

সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান এ্যাডভোকেট সামসুল ইসলাম ভূঁইয়া। অনুষ্ঠানে প্রবন্ধপাঠ করেন কারুশিল্প অনুরাগী ও পরিচালনা বোর্ডের সদস্য চন্দ্র শেখর সাহা। এর আগে অনুষ্ঠানের প্রধান অতিথি প্রধান বিচারপতি ওবায়দুল হাসান ফাউন্ডেশন চত্বরে ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্রের উন্মুক্ত প্রদর্শনীর ভিত্তি প্রস্তর উদ্বোধন করেন।