ফাইল ছবি
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান বারদী হাই স্কুল এন্ড কলেজের ১২৫বছর পূর্তি অনুষ্ঠানে প্রাক্তন শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে বিদ্যালয় প্রাঙ্গন।
শনিবার সকাল থেকে বিকেল পর্যন্ত অনুষ্ঠান উদযাপিত হয়। ১২৫ বছর পূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন,এনার্জি রেগুলেটরি কমিশনের সাবেক সদস্য ও পেট্রোবাংলার পরিচালক প্রকৌশলী মো. কামরুজ্জামান।
বারদী হাই স্কুল এন্ড কলেজের ১২৫ বছর পূর্তি অনুষ্ঠানের আহবায়ক ও মাইটিভির সিনিয়র সাংবাদিক ইউসুফ আলীর সভাপতিত্বে এবং রোকনুজ্জমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন, নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সাংসদ মুহাম্মদ গিয়াসউদ্দিন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এটিএম কামাল, সোনারগাঁ উপজেলা বিএনপির সাবেক সভাপতি খন্দকার আবু জাফর, বারদী হাই স্কুল এন্ড কলেজের ১২৫ বছর পূর্তি অনুষ্ঠানের সদস্য সচিব ইব্রাহিম আদহাম, মূখ্য সমন্বয়ক দেওয়ান ফজলুর রহমান, লায়ন তোফাজ্জল হোসেন, প্রধান উপদেষ্টা হাজী মুজিবুর রহমান, বারদী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলী আজগরসহ প্রাক্তন শিক্ষার্থীরা।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, শিশু সাহিত্যিক শাহআলম, দেওয়ান হাবিবুর রহমান, প্রকৌশলী শাহাদাত হোসেন, বারদী হাই স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মুহাম্মদ মোস্তফা, সোনারগাঁ থানা মহিলা দলের সভানেত্রী সালমা আক্তার, সোনালী ব্যাংকের এজিএম দেওয়ান মতিউর রহমান, ব্যাংকার মনির হোসেন, প্রকৌশলী মো. আসাদুজ্জামান, অধ্যাপক মোস্তফা কামাল প্রমুখ।
এদিকে সকালে পিঠা পুলি আপ্যায়নের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। দিনভর প্রাক্তন শিক্ষার্থীদের আড্ডা ও স্মৃতিচারণে মুখরিত হয়ে ওঠে শিক্ষাঙ্গণ। অনুষ্ঠানে দেশ, জাতি ও প্রয়াত শিক্ষকদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। বর্ণাঢ্য আয়োজন থাকলেও ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদীর মৃত্যুতে রাষ্ট্রীয় শোক ঘোষনায় সাংস্কৃতিক অনুষ্ঠান স্থগিত করা হয়। দিনব্যাপী এ আয়োজন প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলায় পরিণত হয়। বারদী হাইস্কুল এন্ড কলেজের গৌরবময় ঐতিহ্য ও শিক্ষা আন্দোলনের স্মৃতিকে নতুন করে উজ্জীবিত করে।

