প্রতীকী ছবি
নারায়ণগঞ্জের ফতুল্লায় পিস্তলের গুলির খোসা সহ যুবদলের তিনজন নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দিবাগত রাত ১২টায় ফতুল্লার জামতলা এলাকায় চেকপোষ্টে এক মোটরসাইকেলে ৩জন বেপরোয়া চলার সময় তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো- ফতুল্লার পশ্চিম ধর্মগঞ্জ এলাকার মৃত. আবুল হাসেনের ছেলে যুবদল নেতা মজনু (৩০), যুবদলকর্মী রাজু (২৮) ও আশরাফুল হক (২৪)।
নারায়ণগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি জানান, মজনু যুবদলের সক্রিয় নেতা তার পদবী আমার মনে নেই। তবে জুলাই আন্দোলনে তার গুরুত্বপূর্ন ভুমিকা ছিল। যতটুকু জানতে পেরেছি জুলাই আন্দোলনের সময় পুলিশের গুলি করা পিস্তলের খালি খোসা কুড়িয়ে তা মানিব্যাগে রেখে দিয়েছিল। সেই খোসাসহ ৩জনকে পুলিশ গ্রেফতার করেছে। বিষয়টি আমি জানতে পেরে থানা পুলিশের সাথে যোগাযোগ করেছি। তাদের বলেছি তদন্তে যদি তারা দোষী হয় আমাদের কোন আপত্তি নেই। আর যদি নির্দোষ হয় তাহলে মুক্তি দেয়ার অনুরোধ করেছি।
ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) কাজী আবুল বাশার জানান, রাত ১২টায় একটি মোটর সাইকেলে ৩জন যুবক বেপরোয়া গতিতে আসছিলেন। তখন জামলাতলা এলাকায় পুলিশের চেকপোষ্টে তাদের আটক করা হয়। এসময় এতো রাতে মোটরসাইকেলে ভ্রমনের কোন কারন বলতে পারেনি। তখন তাদের তল্লাশী করে মজনুর মানিব্যাগে একটি গুলির খোসা পাওয়া যায়। এরপর ৩জনকে মোটরসাইকেলসহ থানায় নিয়ে আসা হয়। পরে উর্ধ্বতন অফিসারদের নির্দেশে ৩জনকেই ৫৪ ধারায় আদালতে প্রেরন করা হয়েছে। তদন্ত করে আদালতে প্রতিবেদন দাখিল করা হবে।

