
ফাইল ছবি
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বারদী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে ছাত্রদল নেতা ইউনুসের বাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ উঠেছে। রবিবার (৮ জুন) রাতে পূর্ব শত্রুতার জেরে এ হামলার ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বারদী ইউনিয়ন ৫ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক ইকবালের নেতৃত্বে জামাল, কামাল, জুয়েল, মুসা ও রুপ মিয়া এ হামলায় অংশ নেয়। হামলাকারীরা বাড়িতে ঢুকে ভাঙচুর চালায় এবং লুটপাট করে। এসময় ইউনুসের বড় ভাই মনজুরকে কুপিয়ে গুরুতর আহত করে তারা। আহত অবস্থায় মনজুরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
ছাত্রদল নেতা ইউনুস বলেন, “পূর্ব শত্রুতার জের ধরে পরিকল্পিতভাবে আমার বাড়িতে হামলা চালানো হয়েছে। এ হামলায় আওয়ামী লীগের স্থানীয় নেতাদের পাশাপাশি বারদী ইউনিয়ন ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি বিলাল হোসেন এবং যুবদল নেতা হারুনও সহযোগিতা করেছে।”
তিনি আরও জানান, হামলাকারীরা তার ঘরবাড়ি ব্যাপকভাবে ভাঙচুর করে। এ সময় তার বোনের বিয়ের জন্য রাখা পাঁচ ভরি স্বর্ণালঙ্কার, এক লাখ বিশ হাজার টাকা নগদ অর্থ, কোরবানির গরুর মাংসসহ মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যায়।
এ ঘটনায় সোনারগাঁ থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।