বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪

|

বৈশাখ ১১ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

শনিবার মাঠে থাকবে জেলা ও মহানগর বিএনপি, থাকবে বিদ্রোহীরাও

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ০১:৩৪, ২৩ সেপ্টেম্বর ২০২২

শনিবার মাঠে থাকবে জেলা ও মহানগর বিএনপি, থাকবে বিদ্রোহীরাও

ফাইল ছবি

আগামী শনিবার (২৪ সেপ্টেম্বর) নারায়ণগঞ্জ জেলা বিএনপির বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে। শহরের চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। 

বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেন জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক মনিরুল ইসলাম রবি।

ইতোমধ্যে সমাবেশকে ঘিরে বিএনপির জেলার নেতাকর্মীরা প্রস্তুতি নিতে শুরু করেছেন। 

তবে গুঞ্জন রয়েছে সমাবেশে দলের ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ আসবে বলে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির একটি বড় অংশ (বিদ্রোহী) এদিন সমাবেশে ব্যাপক শোডাউনের প্রস্তুতি নিচ্ছে। এ নিয়ে উভয়পক্ষের নেতাকর্মীদের মাঝে ব্যাপক উত্তেজনা লক্ষ্য করা গেছে। এদিন মহানগর বিএনপির নবগঠিত কমিটির প্রথম সভা ডেকেছে দলটি। সেখানেও রয়েছে শংকা। সভাকে ঘিরেও সরব থাকবে মহানগর বিএনপির বিদ্রোহী গ্রুপ।

জানা গেছে, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটি নিয়ে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মাঝে চরম অস্তোষ বিরাজ করছে। ইতোমধ্যে বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদকে নারায়ণগঞ্জে অবাঞ্ছিত ঘোষণার পাশাপাশি তার চামড়া তুলে নেয়ার ঘোষণাও দিয়েছে দলটির বিদ্রোহী নেতা মুকুল৷ 

সালামকে অবাঞ্ছিত ঘোষণা করে বন্দর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা আতাউর রহমান মুকুল বলেন, সালাম মুন্সিগঞ্জের কিসের নেতা। সে পারলে নারায়ণগঞ্জ আসুক। তার পিঠের চামড়া থাকবে না। 

এদিকে শনিবারের সমাবেশে অতিথি হিসেবে আমন্ত্রণ পেয়েছেন আবদুস সালাম আজাদ। এ নিয়ে শহরের সালাম পন্থী নেতাকর্মীরা সালাম বিরোধী নেতাকর্মীদের রীতিমতো চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেছেন, 'সালামের পশম স্পর্শ করতে পারলে চুড়ি পড়ে নারায়ণগঞ্জ ছেড়ে দিবো'।