বুধবার, ০২ জুলাই ২০২৫

|

আষাঢ় ১৭ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

জেলা বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল 

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৬:৫৬, ২২ নভেম্বর ২০২২

আপডেট: ১৮:০৩, ২২ নভেম্বর ২০২২

জেলা বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল 

বিএনপির বিক্ষোভ মিছিল

ছাত্রদল নেতা নয়ন হত্যার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে নারায়ণগঞ্জে বিশাল বিক্ষোভ মিছিল করেছে জেলা বিএনপির নেতাকর্মীরা। 

মিছিলে নেতৃত্ব দেন জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহবায়ক ও যুগ্ম আহ্বায়ক মনিরুল ইসলাম রবি।

মঙ্গলবার (২২ নভেম্বর) বিকেলে শহরের দুই নং রেলগেট এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়।

এর আগে মঙ্গলবার দুপুর থেকেই বিক্ষোভ মিছিলে অংশ নিতে জেলা বিএনপির বিভিন্ন ইউনিট ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ২ নং রেলগেট এলাকায় জড়ো হন। এসময় তারা নয়ন হত্যার বিচার ও খালেদা জিয়ার মুক্তির দাবীতে নানা স্লোগান দিতে থাকেন। পরে সেখান থেকে মিছিলটি বের হয়ে বঙ্গবন্ধু সড়ক প্রদক্ষিন করে চাষাঢ়া এসে শেষ হয়।

তবে বিক্ষোভ মিছিল শুরুর আগে থেকে জেলা বিএনপির নেতাকর্মীদের মাঝে কিছুটা ভীতি কাজ করলেও রবি সভাস্থলে উপস্থিত হয়ে তাদের সাহস দিয়ে জড়ো করেন। নেতাকর্মীদের একত্রিত করে জড়ো করার আগ পর্যন্ত জেলা বিএনপির আহবায়ক ও সদস্য সচিবকে দেখা যায়নি বিক্ষোভ সমাবেশে। পরে নেতাকর্মীরা রবির নেতৃত্বে জড়ো হলে তারা এসে মাইক হাতে বক্তব্য দেন।

এসময় জেলা বিএনপি ও অন্যান্য অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা মিছিলে অংশগ্রহণ করেন।