সোমবার, ১১ ডিসেম্বর ২০২৩

|

অগ্রাহায়ণ ২৫ ১৪৩০

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

রূপগঞ্জে ছাত্রদল নেতাদের পদবঞ্চিতদের ধাওয়া

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২২:১৭, ১ ফেব্রুয়ারি ২০২৩

রূপগঞ্জে ছাত্রদল নেতাদের পদবঞ্চিতদের ধাওয়া

ছাত্রদলের দুপক্ষের সংঘর্ষ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে জেলা ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ মিছিলে যাবার পথে তাদের ধাওয়া দিয়েছে পদবঞ্চিত নেতাকর্মীরা। এসময় তাদেরকে মারধর করেন পদবঞ্চিতরা।

বুধবার (১ ফেব্রুয়ারি) সকালে রূপগঞ্জের গাউছিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়, সকালে জেলা ছাত্রদলের আনন্দ মিছিলে আসার জন্য বাসে উঠছিলেন উপজেলা ছাত্রদলের নেতাকর্মীরা। এসময় জেলা ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি সুলতান মাহমুদ ও সাবেক সহ সভাপতি মাসুদুর রহমান এপথে নেতাকর্মীদের নিয়ে পদবঞ্চিতদের বিক্ষোভ মিছিলে যাচ্ছিলেন। এসময় দুপক্ষের স্লোগানে উত্তেজনা সৃষ্টি হলে সুলতান ও মাসুদের নেতৃত্বে ছাত্রদলের নেতাকর্মীদের ধাওয়া দেন পদবঞ্চিতরা। এসময় বাস থেকে নেমে নেতাকর্মীরা দৌড়ে পালিয়ে যান। এসময় দুপক্ষের মধ্যেও সংঘর্ষ হয়। পরে নেতাকর্মীরা চলে গেলে মোটরসাইকেলে করে পদবঞ্চিতরাও এলাকা ত্যাগ করেন।

এ ঘটনায় উপজেলা ছাত্রদলের একাধিক নেতাকর্মী আহত হন। 

তবে এ ব্যাপারে ছাত্রদলের কোন পক্ষই মন্তব্য করতে রাজি হননি।