
ছাত্রদলের দুপক্ষের সংঘর্ষ
নারায়ণগঞ্জের রূপগঞ্জে জেলা ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ মিছিলে যাবার পথে তাদের ধাওয়া দিয়েছে পদবঞ্চিত নেতাকর্মীরা। এসময় তাদেরকে মারধর করেন পদবঞ্চিতরা।
বুধবার (১ ফেব্রুয়ারি) সকালে রূপগঞ্জের গাউছিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়, সকালে জেলা ছাত্রদলের আনন্দ মিছিলে আসার জন্য বাসে উঠছিলেন উপজেলা ছাত্রদলের নেতাকর্মীরা। এসময় জেলা ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি সুলতান মাহমুদ ও সাবেক সহ সভাপতি মাসুদুর রহমান এপথে নেতাকর্মীদের নিয়ে পদবঞ্চিতদের বিক্ষোভ মিছিলে যাচ্ছিলেন। এসময় দুপক্ষের স্লোগানে উত্তেজনা সৃষ্টি হলে সুলতান ও মাসুদের নেতৃত্বে ছাত্রদলের নেতাকর্মীদের ধাওয়া দেন পদবঞ্চিতরা। এসময় বাস থেকে নেমে নেতাকর্মীরা দৌড়ে পালিয়ে যান। এসময় দুপক্ষের মধ্যেও সংঘর্ষ হয়। পরে নেতাকর্মীরা চলে গেলে মোটরসাইকেলে করে পদবঞ্চিতরাও এলাকা ত্যাগ করেন।
এ ঘটনায় উপজেলা ছাত্রদলের একাধিক নেতাকর্মী আহত হন।
তবে এ ব্যাপারে ছাত্রদলের কোন পক্ষই মন্তব্য করতে রাজি হননি।