শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪

|

বৈশাখ ১১ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

স্মার্ট বাংলাদেশের স্মার্ট নাগরিক হিসেবে এই শিশুরা গড়ে উঠবে : চন্দন শীল 

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৭:১৮, ১৯ মার্চ ২০২৩

আপডেট: ১৭:১৮, ১৯ মার্চ ২০২৩

স্মার্ট বাংলাদেশের স্মার্ট নাগরিক হিসেবে এই শিশুরা গড়ে উঠবে : চন্দন শীল 

বাবু চন্দন শীল

নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান বাবু চন্দন শীল বলেছেন, শামীম ওসমানের উন্নয়নের ছোঁয়া এই বিদ্যালয়ে লেগেছে। সবচেয়ে ভাল ব্যাপার এখানে সাংস্কৃতিক কর্মকাণ্ড হচ্ছে। আমাদের লক্ষ্য প্রতিটা ছাত্রছাত্রীকে আমরা মানুষের মত মানুষ গড়ে তুলতে চাই। স্মার্ট বাংলাদেশের স্মার্ট নাগরিক হিসেবে এই শিশুরা গড়ে উঠবে।

রোববার (১৯ মার্চ) বিকেলে ফতুল্লা পাইলট উচ্চ বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধন ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতার পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে অংশ নিয়ে একথা বলেন তিনি। 

তিনি বলেন, এই বিদ্যালয়ের জন্য আমরা আন্দোলন করেছি। এই বিদ্যালয় দখল করার জন্য ষড়যন্ত্র করা হয়েছিল। তখন আমরা ছাত্র। শামীম ওসমানের নেতৃত্বে আমরা আন্দোলন করেছিলাম।