
ফাইল ছবি
নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান বাবু চন্দন শীল বলেছেন, আমাদের সৎ থাকতে হবে যার যার অস্থান থেকে। প্রত্যেকের দায়িত্ব নিজ নিজ অবস্থান থেকে পালন করতে হবে, আমি সৎ থাকবো।
সোমবার (২০ মার্চ) বিকেলে নারায়ণগঞ্জের চাষাঢ়া রাইফেলস ক্লাবে বাংলাদেশ প্রতিদিন পত্রিকার ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে অংশ নিয়ে একথা বলেন তিনি।
তিনি আরও বলেন, বাংলাদেশ প্রতিদিন সেই চেষ্টাই করছে। বাংলাদেশ প্রতিদিনের জন্য আমাদের শুভকামনা রইল। পাশাপাশি এমন চমৎকার আয়োজনের জন্য আপনাদের ধন্যবাদ জানাচ্ছি।