
থানা বিএনপির সভাপতি মাজেদুল ইসলাম ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন
দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর আলমের কটুক্তির নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি।
২৩ মে থানা বিএনপির সভাপতি মাজেদুল ইসলাম ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেনের পাঠানো সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নিন্দা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিভিন্ন সংবাদ মাধ্যমে এবং সামজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত সংবাদের ভিত্তিতে আমরা দেখতে পাই যে, নারায়ণগঞ্জ আওয়ামী লীগের এক সভায় বক্তব্য প্রদান কালে জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম বিএনপি'র চেয়ার পার্সন ৩ (তিন) বারের প্রধানমন্ত্রী ও দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে নিয়া অশ্লীল কুরুচিপুর্ন ভাষায় বক্তব্য ও গালি গালাজ করায় এবং জিয়া পরিবারকে নিয়া বিরুপ মন্তব্য করার প্রতিবাদে আমরা সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি'র পক্ষ থেকে এর তিব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।