
আওয়ামীলীগের সমাবেশ
নারায়ণগঞ্জে আওয়ামীলীগের প্রভাবশালী সংসদ সদস্য একেএম শামীম ওসমানের দেশ রক্ষায় সমাবেশকে ঘিরে ব্যানার ফেস্টুনে সেজেছে শহর।
শনিবার (১৬ সেপ্টেম্বর) শহরের ২ নং রেলগেট এলাকায় এ সমাবেশ অনুষ্ঠিত হবে। এ সমাবেশে ব্যাপক সমাগম হবে বলে আশা প্রকাশ করেছেন স্থানীয় আওয়ামীলীগ নেতারা।
এদিকে সমাবেশকে ঘিরে শহরের প্রধান প্রধান পয়েন্টে ও বিভিন্ন স্থানে শোভা পাচ্ছে বিভিন্ন ব্যানার ফেস্টুন। এসব ব্যানার ফেস্টুনে নানা স্লোগানের পাশাপাশি সমাবেশের প্রধান অতিথি স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে স্বাগত জানানোর ফেস্টুনও রয়েছে।
বেশীরভাগ ব্যানার ফেস্টুনে শোভা পাচ্ছে শামীম ওসমানের নতুন শ্লোগান, বীর বাঙালি ঐক্য গড়ো, বাংলাদেশ রক্ষা কর।
এদিকে সকাল থেকে সমাবেশস্থল ঘুরে দেখা গেছে, বিকেলে সমাবেশ হবার কথা থাকলেও সকাল থেকেই দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা আসতে শুরু করেছেন। অনেকে বিভিন্ন সাজে সেজে ও নৌকা প্রতীক নিয়ে হাজির হয়েছেন সমাবেশস্থলে।