শুক্রবার, ০৯ মে ২০২৫

|

বৈশাখ ২৫ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

নারায়ণগঞ্জ মহিলা দলে জাগরণ এনে প্রশংসিত দিপু

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৬:১১, ২৯ সেপ্টেম্বর ২০২৩

নারায়ণগঞ্জ মহিলা দলে জাগরণ এনে প্রশংসিত দিপু

মহিলা দলের সমাবেশে নারায়ণগঞ্জ মহিলা দল

ঢাকায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে ডাকা মহিলা দলের সমাবেশে নারায়ণগঞ্জ মহিলা দলের বিভিন্ন ইউনিট পক্ষ থেকে অংশগ্রহণ করা হয়েছে। এর মধ্যে সবচেয়ে বড় মিছিল ও বেশি সংখ্যক নেতাকর্মী উপস্থিত করতে পেরে প্রশংসিত হয়েছে বিএনপির নির্বাহী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপুর নির্দেশে হওয়া দিপা হাসেমের মিছিলটি।

শুক্রবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে ঢাকায় নয়াপল্টন দলীয় কার্যালয়ের সামনে এ সমাবেশটি অনুষ্ঠিত হয়। 

সমাবেশ শুরুর আগেই ঢাকায় নির্ধারিত স্পটে উপস্থিত হন নারায়ণগঞ্জের ও রূপগঞ্জের মহিলা দলের নেত্রীরা। সেখানে নির্ধারিত সময়ের আগেই নেত্রীদের উজ্জীবিত করতে উপস্থিত হন দিপু ভুঁইয়া। তাকে পেয়ে নেত্রীরা উচ্ছ্বাসিত হয়ে পোড়েন। এসময় অনেকেই সেলফি তুলতে এগিয়ে গেলে দিপু ভুঁইয়া নিজেই তাদের মোবাইল হাতে নিয়ে সেলফি তুলে দেন।

জানা যায়, দুপুরের মধ্যেই শত শত মহিলা দলের নেত্রীরা সেখানে উপস্থিত হন। পরে সেখান থেকে মহিলা দল নেত্রী দিপা হাসেমের নেতৃত্বে বিশাল মিছিলসহ সমাবেশ যোগ দেন নেতাকর্মীরা।

দলীয় একাধিত সুত্রে ও সরেজমিনে দেখা যায়, নারায়ণগঞ্জ মহানগর মহিলা দল, জেলা মহিলা দল, ফতুল্লা, সোনারগাঁ, রূপগঞ্জ ও আড়াইহাজার মহিলা দলের আলাদা আলাদা যেসকল মিছিল সেখানে উপস্থিত হন তাদের মিছিলের চেয়ে দিগুণ সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিল দিপু ভুঁইয়ার নির্দেশিত মিছিলে। মিছিলে এহেন সংখ্যক উপস্থিতি ছিল নারায়ণগঞ্জ মহিলা দলের মিছিলে বিগত যেকোন সময়ের চেয়ে রেকর্ড। 

এদিকে মিছিলে দিপুর ব্যানার ফেস্টুন ও শ্লোগান শুনতে পেয়ে কেন্দ্রীয় নেত্রীদের বুঝতে অসুবিধা হয়নি এটি দিপুর মিছিল। এত বড় সমাগমের মিছিল করাতে পেরে তাই কেন্দ্রীয়ভাবে ও স্থানীয়ভাবে ব্যাপক প্রশংসিত হচ্ছেন দিপু। শুধু বিএনপি বা অঙ্গ সংগঠন নয়, নারায়ণগঞ্জ মহিলা দলেও দিপু ব্যাপক নেতাকর্মী রয়েছে মিছিলটি তাই প্রমান করে।