রোববার, ১০ ডিসেম্বর ২০২৩

|

অগ্রাহায়ণ ২৫ ১৪৩০

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

মায়ার নেতৃত্বে ঢাকায় মহিলা দলের সমাবেশে রূপগঞ্জ মহিলা দলের শোডাউন

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২২:১৫, ২৯ সেপ্টেম্বর ২০২৩

মায়ার নেতৃত্বে ঢাকায় মহিলা দলের সমাবেশে রূপগঞ্জ মহিলা দলের শোডাউন

রূপগঞ্জ থানা মহিলা দল

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে ঢাকায় মহিলা দলের ডাকা সমাবেশে মিছিলসহ শোডাউন করেছে রূপগঞ্জ থানা মহিলা দলের নেতাকর্মীরা।

শুক্রবার (২৯ সেপ্টেম্বর) জেলা মহিলা দলের সভানেত্রী রহিমা শরীফ মায়ার নেতৃত্বে রূপগঞ্জ থানা মহিলা দলের সভানেত্রী হাওয়া বেগম ও সাধারণ সম্পাদিকা রোমানা আফরিন উপজেলা মহিলা দলের নেতাকর্মীদের নিয়ে সমাবেশে যোগদান করেন। রুপগঞ্জ থানা মহিলা দলের বিভিন্ন ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদিকা সহ ইউনিটগুলোর নেতাকর্মীরা এতে অংশগ্রহণ করেন।

রূপগঞ্জ থানা মহিলা দলের সাধারণ সম্পাদিকা রোমানা আফরিন বলেন, অনতিবিলম্বে আমাদের মা গণতন্ত্রের নেত্রীর মুক্তি চাই। উনাকে সুচিকিৎসার জন্য বিদেশে যাওয়ার ব্যবস্থা করতে হবে।

এসময় আরও উপস্থিত ছিলেন রূপগঞ্জ থানা মহিলা দলের সভানেত্রী হাওয়া বেগম, সাধারণ সম্পাদিকা রোমানা আফরিন, সিনিয়র সহ সভাপতি আনোয়ারা বেগম, কাঞ্চন পৌরসভা মহিলা দলের সভানেত্রী আসমা বেগম, রূপগঞ্জ সদর ইউনিয়ন মহিলা দলের সভানেত্রী শাহিদা আক্তার, গোলাকান্দাইল ইউনিয়ন মহিলা দলের সভানেত্রী আসমা আক্তার তারিন, জরিনা বেগম, তাহমিনা বেগম প্রমুখ।