
নারায়ণগঞ্জ জেলা কৃষকদল
ঢাকায় বিএনপির কৃষক সমাবেশে পাঁচ হাজার নেতাকর্মীর বিশাল মিছিল নিয়ে যোগদান করেছেন নারায়ণগঞ্জ জেলা কৃষকদলের নেতাকর্মীরা।
সোমবার (২ অক্টোবর) ঢাকার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে যোগ দিতে সকাল থেকেই ঢাকার নটরডেম কলেজ এলাকার আশেপাশে জড়ো হতে থাকেন নারায়ণগঞ্জ কৃষক দলের নেতাকর্মীরা। পরে নারায়ণগঞ্জ জেলা কৃষকদলের আহ্বায়ক ডা. শাহীন ও সদস্য সচিব কায়সার রিফাতের নেতৃত্বে বিশাল মিছিল নিয়ে সমাবেশে যোগ দেন তারা।
জেলা কৃষকদলের সদস্য সচিব রিফাত বলেন, আমরা অবিলম্বে এ সরকারের পতন ঘটিয়ে আমাদের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করবো এবং দেশনায়ক তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনবো। পৃথিবীতে কোনদিনও স্বৈরাচারের শাসন চিরস্থায়ী হয়নি। জনতার ঢলে এই স্বৈরাচারের মসনদ ভেসে যাবে।
এসময় ফতুল্লা, সিদ্ধিরগঞ্জ, রূপগঞ্জসহ নারায়ণগঞ্জ জেলা কৃষকদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা মিছিলে অংশগ্রহণ করেন