সোমবার, ০৯ সেপ্টেম্বর ২০২৪

|

ভাদ্র ২৪ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

খোকন আছে, গিয়াস নেই!

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৬:২২, ৩০ অক্টোবর ২০২৩

খোকন আছে, গিয়াস নেই!

ফাইল ছবি

নারায়ণগঞ্জে ২৮ অক্টোবরের সংঘাতের পর সহিংসতার ঘটনায় একাধিক মামলা দায়ের করা হলেও কোন মামলাতে নাম নেই নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি মুহাম্মদ গিয়াসউদ্দিনের নাম। 

গত দুই দিনে নারায়ণগঞ্জের সোনারগাঁ ও রূপগঞ্জে দুটি পৃথক মামলা দায়ের করা হয়েছে। মামলা গুলোতে বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় প্রায় সকল নেতাই আসামি হিসেবে আছেন।

রূপগঞ্জে দায়ের করা মামলাটিতে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু ও কাজী মনিরুজ্জামান মনির এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকনকে আসামী করা হয়েছে। অন্যদিকে সোনারগাঁয়ে বিএনপির বিরুদ্ধে দায়ের করা মামলায় সোনারগাঁ থানা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আজহারুল ইসলাম মান্নান, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান ভূইয়া দিপু, জেলা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকনসহ অনেকেই আসামি হিসেবে আছেন।

দুটি মামলায় জেলার প্রায় সকল শীর্ষ নেতাদের নাম থাকলেও গিয়াসউদ্দিনের নাম না থাকায় অনেকেই অবাক হয়েছেন। তবে বাদ যাননি সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন। তবে হরতালের মাঠে দেখা যায়নি গিয়াসউদ্দিনকে তাই হয়ত পুলিশ তার নাম দেয়নি মামলায়।

এদিকে বরাবরের মতই মামলাগুলোকে ভূয়া ও গায়েবি বলে দাবী করেছে বিএনপি নেতারা। তাদের দাবী নির্বাচনকে ঘিরে বিএনপিকে নিশ্চিহ্ন করে দেয়ার পায়তারা করছে প্রশাসনের কর্মকর্তারা।