
ফাইল ছবি
বন্দরে পৃথক দুইটি জিআর মামলার ওয়ারেন্টভূক্ত পলাতক আসামী মাছুম (২৮) কে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত মাছুম বন্দর থানার ২৪ নং ওয়াডের নবীগঞ্জ ইসলামবাগ এলাকার আব্দুল কাদির মিয়ার ছেলে।
শনিবার (৯ ডিসেম্বর) দুপুরে পৃথক ওয়ারেন্টে তাকে আদালতে প্রেরন করা হয়েছে।
এর আগে গত শুক্রবার (৮ ডিসেম্বর) রাতে বন্দর থানার উল্লেখিত এলাকায় ওয়ারেন্ট তামিল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।
জানা গেছে, বন্দর থানার এসআই বারেক হাওলাদারসহ সঙ্গীয় র্ফোস গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একাধিক মামলার ওয়ারেন্টভূক্ত আসামী মাছুমকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।