শনিবার, ২৭ জুলাই ২০২৪

|

শ্রাবণ ১১ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

এবছরই ডিএনডি প্রকল্পের কাজ শেষ হবে, শামীম ওসমানকে প্রতিমন্ত্রীর আশ্বাস

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২৩:৫৪, ১১ ফেব্রুয়ারি ২০২৪

এবছরই ডিএনডি প্রকল্পের কাজ শেষ হবে, শামীম ওসমানকে প্রতিমন্ত্রীর আশ্বাস

ফাইল ছবি

নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকার ডিএনডি প্রকল্পের কাজ এবছরের মধ্যেই শেষ হবে বলে সংসদে নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমানকে আশ্বাস দিয়েছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক।

রোববার (১১ ফেব্রুয়ারি) সংসদ অধিবেশন চলাকালীন একথা জানান তিনি। 

এসময় শামীম ওসমান মন্ত্রীর উদ্দ্যেশ্যে বলেন, আমাদের ডিএনডি প্রজেক্টের কাজ চলছে। এখানে প্রায় বিশ থেকে পঁচিশ লক্ষ লোক বিষাক্ত পানি বন্দি ছিল। মাননীয় প্রধানমন্ত্রী নিজস্ব তত্বাবধানে সেখানে ১৩শ কোটি টাকা বরাদ্দ দিয়েছেন। যার কাজ শেষ পর্যন্ত গিয়ে ঠেকেছে জুন জুলাই মাসে। ডিসেম্বরে শেষ হওয়ার কথা ছিল কিন্তু এখন এটা জুন বা জুলাই মাসে শেষ হবে। যে টাকায় এ প্রজেক্টে বরাদ্দ করা হয়েছে সেই টাকায় এ কাজ শেষ করতে পারবেন নাকি কিছু টাকার জন্য কাজটা কী অসমাপ্ত থেকে যাবে এটাই আমি জানতে চাই।

এসময় প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, ডিএনডি প্রজেক্টটি একটি বিল্ডআপ প্রকল্প। ঘনবসতিপূর্ণ এলাকা হওয়ায় আমাদের অনেক কষ্ট করতে হয়েছে। আমরা শেষ পর্যায়ে আছি। বৈশ্বিক পরিস্থিতির কারনে আমরা ধীরগতিতে এগুচ্ছি। এ বছরের মধ্যে কাজটি শেষ করার জন্য ইতোমধ্যে আমরা অর্থ বরাদ্দ দিয়েছি। প্রকল্পটি শেষ করার জন্য আমরা কাজ করে যাচ্ছি।