
ফাইল ছবি
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের নবনির্বাচিত সংসদ সদস্য কায়সার হাসনাত ইতোমধ্যে স্থানীয় জনগণের ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন। সাংসদ নির্বাচিত হবার পরেও নিয়মিত স্থানীয়দের সাথে আগের মতই মিশছেন কায়সার। নিজেই নির্বাচনী এলাকায় পাড়া মহল্লায় ঘুরে স্থানীয়দের সাথে আড্ডার ফাঁকে জেনে নিচ্ছেন জনগণের চাওয়াগুলো।
শনিবার (২৪ ফেব্রুয়ারি) সোনারগাঁয়ের কাইকারটেক বাজারে সাধারণ জনগণের মাঝে পরিবারসহ দোকানে খাওয়া-দাওয়া করতে দেখা যায় কায়সারকে।
এসময় এমপিকে কাছ থেকে দেখতে আশেপাশে জড়ো হতে থাকেন মানুষজন। খাওয়া শেষে স্থানীয়দের ডেকে নেন কায়সার। এসময় তাদের হালচাল সম্পর্কে খোঁজ খবর নেন তিনি। কার কি সমস্যা, প্রয়োজন জানতে চান তিনি।
স্থানীয়দের সাথে আড্ডার মাঝেই তাদের দাবীগুলো জানার চেষ্টা করেন তিনি। এসময় অনেকে নিজেদের অভিযোগ তুলে ধরেন সাংসদের কাছে। এসময় দীর্ঘক্ষণ তাদের সাথে সময় কাটান কায়সার।
স্থানীয়রা জানান, এর আগে যারাই জনপ্রতিনিধি নির্বাচিত হয়েছে তাদের নির্বাচনের পরে আমরা আর দেখা পাইনি। কায়সার হাসনাত নির্বাচনের আগেও আমাদের খোঁজ খবর নিতেন। এখনও আমাদের খোঁজ খবর নিচ্ছেন।
তারা আরও জানান, এর আগে আমরা কোন এমপিকে এখানে জনগণের সাথে মিশতে দেখিনি। তিনি আমাদের কাছে আসেন, কথা বলেন। আমরা এমন জনপ্রতিনিধিই চাই।