ফাইল ছবি
হেফাজতে ইসলামের নেতা আল্লামা মামুনুল হক বলেছেন, ঐক্য এই আন্দোলনের মূল শক্তি। এই ঐক্যে ফাটল ধরাতে পরাজিত শক্তিরা চেষ্টা করছে। ছাত্ররা, তোমাদের আমাদের মসজিদ প্রাঙ্গণে স্বাগত জানাই। তোমরা মসজিদ, মাদ্রাসায় আসবে মাদ্রাসা ছাত্ররা টিএসসিতে যাবে। তোমরা শহীদ মিনারের পাশে ক্যালিগ্রাফি আঁকবে। বাংলা ভাষার মর্যাদা রক্ষা আমাদের করতে হবে। এই ঐক্য আমাদের অটুট রাখতে হবে।
শুক্রবার (৯ আগষ্ট) সন্ধ্যায় নারায়ণগঞ্জের ডিআইটি এলাকায় হেফাজতে ইসলামের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি।
তিনি বলেন, সংখ্যালঘুদের জানমাল ও ধর্মীয় উপাসনালয়ের নিরাপত্তায় হেফাজতে ইসলাম কাজ করছে। আপনারা ওলামা ও ইমাম সাহেবদের এ কাজে সহযোগিতা করবেন।
তিনি আরও বলেন, প্রতিটি মার্কেট ও ইন্ডাস্ট্রিয়াল এলাকায় নিরাপত্তা নিশ্চিত করুন। যতক্ষণ আইনশৃঙ্খলা বাহিনী স্বাভাবিক ভাবে দায়িত্ব পালন করতে না পারবে। দেশের ছাত্র সমাজের মত দায়িত্ব পালন করবেন। ইমাম ও ওলামারা আপনাদের সাহায্য করবেন।
পাঁচ আগষ্টের এই গণঅভ্যুত্থান রচিত হয়েছে এদেশের সর্ব শ্রেনীর ছাত্র জনতার দৃঢ় ঐক্যের মাধ্যমে। এ ঐক্যে যেভাবে কলেজ ও ভার্সিটির ছাত্র ছাত্রীরা কাজ করেছে সেভাবে টেকনাফ থেকে তেঁতুলিয়া, হাট হাজারী থেকে রহমানিয়া হাতে হাত রেখে রাজপথে আন্দোলনে এক অটুট বন্ধন গড়ে তুলেছিল।
তিনি আরো বলেন, পরাজিত শক্তিরা আমাদের মাঝে বিভেদ তৈরি করতে চায়। আওয়ামী লীগ ১৬ বছর দেশে বিভেদ সৃষ্টি করতে চেষ্টা করেছে। স্বাধীনতার পঞ্চাশ বছর পরে এসে তারা রাজাকার তকমা দিয়ে দেশকে দাবিয়ে রাখার চেষ্টা করেছিল। সমস্ত মেধাবী ছাত্রদের রাজাকার বলে গালি দেয়ার পরেই আন্দোলন গড়ে উঠেছিল।