
ইফতার সামগ্রী বিতরণ
পবিত্র মাহে রমজান উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে অসহায় ও দু:স্থদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ।
শনিবার (১ মার্চ) সন্ধ্যায় সিদ্ধিরগঞ্জের নয়াআটি মুক্তিনগর এলাকায় তার নিজ বাসভবনে চারশত লোকজনের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
এসময় অধ্যাপক মামুন মাহমুদ বলেন, রমজান মাসে রোজা রেখে গরীব মানুষগুলো যেন ভালোভাবে ইফতার করতে পারেন, সে জন্য আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এসব ইফতার সামগ্রীর ব্যবস্থা করেছেন। তারেক রহমানের পক্ষ থেকে এসব ইফতার সামগ্রী বিতরণ করা হচ্ছে। এসময় উপস্থিত ছিলেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।