
ফতেহ মোহাম্মদ রেজা রিপন
নারায়ণগঞ্জে ঈদ উল ফিতর উপলক্ষে দুস্থ ও অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফতেহ মোহাম্মদ রেজা রিপন।
বৃহস্পতিবার (২০ মার্চ) প্রায় ৫শ পরিবারের মাঝে ঈদ উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেন তিনি।
এসময় রেজা রিপন বলেন, আমি আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে তার নির্দেশনা মোতাবেক দুস্থ ও অসহায় মানুষদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করছি। আমাদের নেতা তারেক রহমন বলেছেন এই ঈদে দুস্থ ও অসহায়দের পাশে থাকার জন্য। এর ফলে জনগণের সাথে বিএনপির সম্পৃক্ততা আরও বৃদ্ধি পাবে বলে আমি আশাবাদী। সকলে যদি এভাবে অসহায়দের পাশে দাঁড়ায় তাহলে আমরা মুক্ত অবস্থায় প্রথমবার আমরা আনন্দঘন পরিবেশে ঈদ উদযাপন করতে পারবো।