
মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু বলেছেন, কোন ফ্যাসিস্ট ও ডেভিলরা রক্ষা পাবেন না। অবিলম্বে এসকল ডেভিলদের গ্রেপ্তার করে সুন্দর ও শান্ত নারায়ণগঞ্জ গড়তে আপনারা উদ্যোগ নিবেন। আমরা আপনাদের পাশে আছি।
শনিবার (১০ মে) নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে গ্রীন এন্ড ক্লীন নারায়ণগঞ্জ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিয়ে একথা বলেন তিনি।
তিনি বলেন, আমাদের জেলা প্রশাসক নারায়ণগঞ্জে আসার পর থেকে শহরের যানজট নিরসনে কাজ করেছেন, হাসপাতাল গুলোতে মানুষের সেবা নিশ্চিত করতে কাজ করেছেন। সর্বশেষ তিনি নারায়ণগঞ্জ শহরকে গ্রীন এন্ড ক্লিন করার জন্য দীর্ঘমেয়াদী যে উদ্যোগ নিয়েছেন তার জন্য আমি তাকে বিএনপির পক্ষ থেকে ধন্যবাদ জানাই।
তিনি আরো বলেন, গত পাঁচ আগষ্ট ফ্যাসিস্টকে মানুষ পালাতে বাধ্য করেছে৷ মানুষ নতুন বাংলাদেশ চায়। সমাজকে গ্রীন এন্ড ক্লিন করবেন কিন্তু প্রশাসনে ও রাজনৈতিক অঙ্গনে অসৎ ও দুর্নীতিবাজ ব্যাক্তিদের রেখে যতই কাজ করেন শহর গ্রীন এন্ড ক্লিন হবে না। রাজনীতি, প্রশাসন ও পুলিশসহ প্রতিটি অঙ্গনকে হোয়াইট এন্ড ক্লিন করতে হবে।