
ফাইল ছবি
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির প্রথম যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু বলেছেন, এখানে কিছু সংখ্যক লোক, যারা পরগাছা। যাদের দল, মত, ধর্ম কিছু নেই। তারা আমাদের সাথে মিশে আমাদের বদনাম করার চেষ্টা করছে। আমরা চেষ্টা করবো এসকল পরগাছা যেন আমাদের সাথে না থাকে।
বুধবার (৭ মে) রূপগঞ্জ উপজেলা বিএনপির কার্য নির্বাহী কমিটির সভায় অংশ নিয়ে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি।
তিনি আরও বলেন, আগষ্টের পর রূপগঞ্জের একটি ফ্যাক্টরিতেও তালা লাগেনি। কারণ আমরা বিশ্বাস করি আমরা একই পরিবারের মানুষ। কোন ব্যাবসায়ী রূপগঞ্জের কোথাও অভিযোগ করেনি।
তিনি বলেন, রূপগঞ্জ উপজেলা বিএনপির কমিটি দেশের সবচেয়ে শক্তিশালী কমিটি। অঙ্গ সংগঠন বাঁচলে আমরা বাঁচবো। তারা যেন ভবিষ্যতে সম্মানিত হতে পারে এবং আমাদের থেকে যেন শিখতে পারে বড় হলে কীভাবে মানুষের সাথে ব্যাবহার করতে হয়।