বুধবার, ১৪ মে ২০২৫

|

বৈশাখ ৩০ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

যৌনকর্মীদের শ্রমিক স্বীকৃতি ইসলাম ও সমাজবিরোধী ষড়যন্ত্র

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৭:৪৩, ১৪ মে ২০২৫

আপডেট: ১৭:৪৪, ১৪ মে ২০২৫

যৌনকর্মীদের শ্রমিক স্বীকৃতি ইসলাম ও সমাজবিরোধী ষড়যন্ত্র

ফাইল ছবি

ফতুল্লা থানা ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সভাপতি শফিকুল ইসলাম বলেন, সম্প্রতি কিছু সংগঠন ও মহল থেকে সমাজে অনৈতিকতা ছড়ানোর গভীর ষড়যন্ত্র হচ্ছে। এরই অংশ হিসেবে যৌনকর্মীদের ‘শ্রমিক’ হিসেবে স্বীকৃতি দেয়ার দাবি তোলা হয়েছে। ইসলামী শরীয়তে যা অত্যন্ত ঘৃণিত ও প্রত্যাখ্যাত। ইসলামী  আন্দোলন বাংলাদেশ এই ধরণের দাবি ও প্রচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে।

বুধবার (১৪ মে) বিকাল ৩টায় পঞ্চবটি থানা কার্যালয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ, ফতুল্লা থানার মে মাসের নিয়মিত মাসিক বৈঠকে এই বক্তব্য দেন সভাপতি শফিকুল ইসলাম। বৈঠকটি সঞ্চালনা করেন থানা সেক্রেটারি মুহাম্মাদ যোবায়ের হুসাইন।

সভাপতি শফিকুল ইসলাম বলেন, সম্প্রতি কিছু গোষ্ঠী এমন একটি ভয়াবহ ও অনৈতিক দাবিকে প্রতিষ্ঠা করার অপচেষ্টায় লিপ্ত হয়েছে, যা ইসলামী শরিয়াহ অনুযায়ী সম্পূর্ণ হারাম। আল্লাহ পবিত্র কুরআনে ব্যভিচার থেকে দূরে থাকার কঠোর নির্দেশ দিয়েছেন। যৌন কর্মকাণ্ডকে পেশা হিসেবে বৈধতা দেয়ার মানে ইসলামের মূল আদর্শ ও সমাজের নৈতিক ভিত ধ্বংস করা।

তিনি আরও বলেন, যৌনকর্মীদের শ্রমিক স্বীকৃতি দেয়ার প্রস্তাব আমাদের ধর্মীয় মূল্যবোধ, সাংবিধানিক নৈতিকতা এবং ঐতিহ্যবাহী বাঙালি সংস্কৃতির সঙ্গে সরাসরি সাংঘর্ষিক। এটি ব্যক্তি, পরিবার ও সমাজব্যবস্থার জন্য চরম হুমকি।

শফিকুল ইসলাম জাতীয় নির্বাচনের কাঠামো সম্পর্কেও মন্তব্য করেন। তিনি বলেন, দেশে (PR) পদ্ধতিতে জাতীয় নির্বাচন দিতে হবে এবং নির্বাচনকে গ্রহণযোগ্য করতে প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করা আবশ্যক।
বৈঠকে আরও বক্তব্য রাখেন সহ-সভাপতি আলহাজ্ব আমান উল্লাহ, সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব রুবেল হুসাইন, প্রচার ও দাওয়াহ বিষয়ক সম্পাদক এম. শফিকুল ইসলাম, দফতর সম্পাদক মুহাম্মাদ মুক্তার হুসাইন, অর্থ ও প্রকাশনা সম্পাদক আলহাজ্ব সাইদুল ইসলাম, ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক আলহাজ্ব শাহাদাত হোসেন রানা, শিক্ষা ও সংস্কৃতি সম্পাদক মুফতি ইমরান হুসাইন, আইন ও মানবাধিকার সম্পাদক মুহাম্মাদ বেলাল হুসাইন, কৃষি ও শ্রম সম্পাদক আলহাজ্ব মুহাম্মাদ ওয়াসিম উদ্দিন, মহিলা ও পরিবার কল্যাণ সম্পাদক মুহা. আবুল বাশার, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক মুহাম্মাদ আব্দুল জলিল, সহ-অর্থ সম্পাদক মুহাম্মাদ আক্তার হোসেন এবং সদস্য মুহাম্মাদ রবিউল আলম প্রমুখ।

বক্তারা সর্বসম্মতিক্রমে ঘোষণা করেন, এই সমাজবিরোধী ও ধর্মবিরোধী প্রচেষ্টাকে প্রতিহত করতে ইসলামী আন্দোলন বাংলাদেশ মাঠে থাকবে এবং জনসচেতনতা বৃদ্ধি করে এই ষড়যন্ত্রকে ব্যর্থ করবে।