সোমবার, ১২ মে ২০২৫

|

বৈশাখ ২৮ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

বন্দরে মদপানে যুবকের মৃত্যু, বন্ধুকে গনপিটুনি

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২৩:৩৭, ১১ মে ২০২৫

বন্দরে মদপানে যুবকের মৃত্যু, বন্ধুকে গনপিটুনি

প্রতীকী ছবি

বন্দরে মদপানে রাজিব(৩২) নামে এক যুবকের মৃত্যুর ঘটনায় গনপিটুনির শিকার হয়েছে সহযোগী বন্ধু হাসান(২৫)।  গত বুধবার (৭ মে) রাতে বন্দর উপজেলার মালিবাগস্থ সাবেরবাগ এলাকার সোহেল মিয়ার বাড়িতে  এ মদপানের ঘটনা ঘটে। মদপানে অসুস্থ রাজিব তিনদিন হাসপাতালে  চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। নিহত রাজিব ভাটগাঁও এলাকার নুরুল হক মেম্বারের ছেলে।  এ ঘটনায় নুরুল হক বাদী হয়ে  গত শনিবার (১০ মে)  রাতে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

জানাগেছে, উপজেলার মুছাপুর ইউপি মালিবাগ সাহেবের বাগ এলাকার চিহৃিত  মাদক কারবারি সোহেলের বাড়িতে গত বুধবার রাতে  নিহত রাজিব ও তার বন্ধু হাসান সহ ৩/৪ জন মিলে পাশ্ববর্তী বটতলা গ্রামের সাদিয়া(২৫) নামে এক স্বামী পরিত্যক্তা নারীকে নিয়ে মদপান করছিলেন। এসময় রাজিব অসুস্থ হয়ে পড়লে বন্ধু হাসান তার বাড়িতে পৌঁছে দেয়। পরবর্তীতে  সাইনবোর্ড প্রো-একটিভ হাসপাতালে রাজিবকে ভর্তি করে তার পরিবারের লোকজন।  তিন দিন লাইফ সাপোর্টে থাকা অবস্থায় গত শুক্রবার (৯ মে) বিকালে তার  মৃত হয়। মদপানে রাজিবের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে বন্ধু হাসানকে বাড়ি থেকে ধরে গনপিটুনি দেয়  নিহতের স্বজনরা। গনপিটুনির শিকার হাসানের অবস্থা আশঙ্কাজনক। সে  ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
বন্দর থানার অফিসার ইনচার্জ ওসি তরিকুল ইসলাম বলেন,  মদপানে মৃত্যুর খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠিয়ে  সুরতহাল রিপোর্ট তৈরি করে লাশ মর্গে প্রেরন করা হয়েছে । এ ঘটনায় নিহতের পিতা মামলা করেছেন। ময়নাতদন্তের রিপোর্ট অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।