সোমবার, ১২ মে ২০২৫

|

বৈশাখ ২৭ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

ডিস বাবুর ক্যাডার রাকিব মাদক ও অস্ত্রসহ গ্রেপ্তার

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১০:৩১, ১১ মে ২০২৫

আপডেট: ১১:৪০, ১১ মে ২০২৫

ডিস বাবুর ক্যাডার রাকিব মাদক ও অস্ত্রসহ গ্রেপ্তার

ফাইল ছবি

শনিবার নারায়নগঞ্জ মডেল থানা পুলিশ এক অভিযানে পাইকপাড়া নয়া পাড়া প্রাইমারী স্কুল সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ডিস বাবুর ক্যাডার রাকিব কে তার মাদক সেবনের আস্তানা ও টর্চার সেল থেকে গ্রেফতার করেছে এস আই রিপন ও এ এস আই আহাদ যৌথ অভিয়ানে গিয়ে রাকিবের মাদক আস্তানা নয়াপাড়া জুটের পরিত্যাক্ত গোডাউন থেকে তল্লাশী চালিয়ে বিভিন্ন মাদক সেবনের সরঞ্জাম দুই পিছ ইয়াবা একটি পিস্তল উদ্ধার করে৷ 

এই বিষয়ে ঘটনা স্থলে অনুসন্ধান করে জানা যায় মাত্র এক দিন আগে অভিযুক্ত মাদক ব্যাবসায়ী রাকিব তার শ্যালক সৈয়দপুরের আল আমিন নগরের বাসিন্দা মাসুদ কে মাদক বিক্রীতে সহায়তা না করার কারনে রাকিব ও তার সহযোগী কালা মিয়া মাসুদ কে বেদম মারপিট করে ৷ ফলে আহত মাসুদ তার স্ত্রীকে নিয়ে হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে নারায়নগঞ্জ মডেল থানায় অভিযোগ দায়ের করেন ৷ এই অভিযোগের তদন্ত করতে গিয়ে আহত মাসুদের স্ত্রী ও পরিবারের সদস্যদের নিয়ে ঘটনা স্থলে তদন্তে গিয়ে পুলিশ ঘটনার সত্যতা পায় এবং অভিযুক্ত মাদক ব্যাবসায়ী ও মাদক সেবী রাকির কে ঘটনা স্থলে ইয়াবা সেবনের প্রস্তুতী কালে হাতে নাতে গ্রেফতার করে ৷ 

পরে ঐ মাদকের আস্তানায় তল্লাশী করে উক্ত আলামত জব্দ করে পুলিশ রাকিব কে গ্রেফতার করে থানায় নিয়ে আসে ৷ সর্ব শেষ প্রাপ্ত তথ্যে জানা গেছে পুলিশ গ্রেফতার কৃত রাকিবের বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিচ্ছে ৷