বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫

|

বৈশাখ ৩০ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

মুন্সিগঞ্জ থেকে ডাকাতি হওয়া গরু সোনারগাঁ থেকে উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২১:৪১, ১৪ মে ২০২৫

মুন্সিগঞ্জ থেকে ডাকাতি হওয়া গরু সোনারগাঁ থেকে উদ্ধার

গাভী গরু উদ্ধার

মুন্সিগঞ্জের চরকেওয়ার এলাকার এক ব্যবসায়ীর ডাকাতি হওয়া ৩ টি গাভী গরু সোনারগাঁ থেকে উদ্ধার করেছে ডিবি পুলিশ। গতকাল বুধবার বিকেলে উপজেলার জামপুর ইউনিয়নের মিরেরটেক এলাকার লোকমান মিয়ার গরুর খামার থেকে গাভীগুলো উদ্ধার করা হয়। গত ১লা মে মুন্সিগঞ্জের চরকেওয়া গ্রামের ব্যবসায়ী কালা চান হাওলাদারের গরুর খামার থেকে তিনটি গাভী গরু ডাকাত দল ছিনিয়ে নিয়ে যায়। এ ঘটনায় পরদিন মুন্সিগঞ্জ সদর থানায় ওই ব্যবসায়ী বাদি হয়ে মামলা দায়ের করেন। 

মুন্সিগঞ্জের ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) ইয়াসিন মিয়া জানান, মুন্সিগঞ্জের চরকেওয়া এলাকার ব্যবসায়ী কালা চান হাওলাদারের গরুর খামার থেকে  ৩ টি গাভী গরু ডাকাতি করে নিয়ে যায় ডাকাত দল। এ ঘটনায় মুন্সিগঞ্জ সদর থানায় কালাচান হাওলাদার বাদি হয়ে ৯ জনকে আসামি করে  ডাকাতি মামলা দায়ের করেন। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বুধবার বিকেলে সোনারগাঁয়ের জামপুর ইউনিয়নের মিরেরটেক এলাকায়  লোকমান মিয়ার গরুর খামারে অভিযান চালিয়ে ৩টি গাভী গরু উদ্ধার করা হয়। তবে গরুর খামার মালিক লোকমান মিয়া পলাতক রয়েছেন।

অভিযুক্ত লোকমান মিয়ার সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তার মোবাইল বন্ধ পাওয়া যায়। 

তালতলা তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক আব্দুল হক বলেন, মুন্সিগঞ্জ থেকে ডাকাতি হওয়ার গাভী গরু উদ্ধারের জন্য ডিবি পুলিশ আমাদের সহযোগিতা চেয়েছেন। তাদের সহযোগিতা করে গরু তিনটি উদ্ধার করে দেওয়া হয়েছে।