বুধবার, ১৪ মে ২০২৫

|

বৈশাখ ৩০ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

নারায়ণগঞ্জের ২৮৯ রাজনৈতিক মামলা প্রত্যাহার

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৩:৫১, ১৪ মে ২০২৫

নারায়ণগঞ্জের ২৮৯ রাজনৈতিক মামলা প্রত্যাহার

ফাইল ছবি

নারায়ণগঞ্জে আওয়ামী লীগ সরকারের আমলে রাজনৈতিক বিবেচনায় দয়ের করা ২৮৯টি মামলা প্রত্যাহার করা হয়েছে। 

রোববার (১১ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ এই আদেশ জারি করে।

এসময় রাজনৈতিক হয়রানিমূলক বিবেচনায় মামলাগুলো প্রত্যাহার করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বিগত সরকারের আমলে বিএনপিসহ বিরোধীদল ও মতকে চাপে রাখতে মামলা দিয়ে হয়রানির অভিযোগ রয়েছে। এসকল মামলার বেশিরভাগই গায়েবি ঘটনার ওপর ভিত্তি করে দায়ের করা হয়েছিল। এসকল গায়েবি মামলার আসামিদের প্রায় আশি শতাংশই ছিলেন বিএনপি নেতাকর্মীরা।

বিএনপি নেতাকর্মীরা জানান, দীর্ঘদিন যাবৎ এসকল মামলায় মাসের পর মাস কোর্টে হয়রানির শিকার হয়েছেন তারা। অনেক সময় এসকল মামলায় জেলও খাটতে হয়েছে তাদের। মামলাগুলো বাতিলের পর আনন্দ ও স্বস্তি প্রকাশ করেছেন নারায়ণগঞ্জ জেলা ও মহানগর বিএনপির নেতাকর্মীরা।