সোমবার, ১২ মে ২০২৫

|

বৈশাখ ২৮ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

আপনাদের সন্তানদের হত্যার সুষ্ঠু বিচার যেন হয় এটাই আমাদের প্রথম দাবী : মামুন মাহমুদ 

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১১:২৬, ১২ মে ২০২৫

আপনাদের সন্তানদের হত্যার সুষ্ঠু বিচার যেন হয় এটাই আমাদের প্রথম দাবী : মামুন মাহমুদ 

ফাইল ছবি

নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক মামুন মাহমুদ বলেছেন, জুলাইয়ের প্রতিটি হত্যাকান্ডের বিচার বাংলাদেশের জনগণকে সাথে নিয়ে নিশ্চিত করবো। শহীদ পরিবারদের বলবো আপনাদের সন্তানদের হত্যার সুষ্ঠু বিচার যেন হয় এটাই আমাদের প্রথম দাবী। আপনাদের পরিবারের সদস্য যদি কোন কাজের উপযোগী হয় আমরা অবশ্যই তাদের জন্য কাজের ব্যাবস্থা করে দেব।

রোববার (১১ মে) বিএনপির গণতান্ত্রিক আন্দোলন থেকে গণঅভ্যুত্থান ও রাষ্ট্র সংস্কার বিষয়ক আলোচনা ও চিত্র প্রদর্শনী অনুষ্ঠানে অংশ নিয়ে একথা বলেন তিনি। 

তিনি আরো বলেন, আওয়ামী লীগের কবর রচনা হয়েছিল তারই নেতার হাতে বাকশালের মাধ্যমে। জিয়াউর রহমানের আমলে তারা পুনরায় রাজনীতির সুযোগ পায়। আওয়ামী লীগের কবর বারবার রচিত হয়েছে। ৮৬ সনে এরশাদের সাথে আঁতাত করে নির্বাচন করেছিল, তখনও আওয়ামী লীগের কবর রচনা হয়েছিল।

তিনি বলেন, আওয়ামী লীগ যখনই ক্ষমতায় এসেছে তখনই তারা গণতন্ত্রের উপর আঘাত হেনেছে। এ দলটি সবসময় গণমানুষকে ভয় পায়, জনগণের মেন্ডেটকে ভয় পায়। তারা একদলীয় শাসন কায়েম করতে চায়।

বিএনপি গঠন করে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য যখন সকল দল মতকে সুযোগ দিয়েছিলেন সেসময় আবারও এই বাকশালি আওয়ামী লীগ ফিরে আসে। আওয়ামী লীগ নাম থাকলেও তাদের আদর্শে থেকে যায় বাকশালি চরিত্র। 

আওয়ামী লীগ কখনও জনগণের ভোটে রাষ্ট্র ক্ষমতায় আসেনি। কখনও সেনা শাসকদের সাথে গোপন চুক্তি করে, কখনও আবার রাতের ভোটে ডামি নির্বাচন করে তারা ক্ষমতায় এসেছে। জনগণের কাছে তাদের কোন দায়বদ্ধতা কখনও ছিল না।