
প্রতীকী ছবি
নারায়ণগঞ্জে প্রায় ৪ কোটি টাকা মূল্যের অবৈধ চিংড়ির রেণু জব্দ করেছে কোস্ট গার্ড। গতকাল রবিবার বিকেলে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার সকাল ৬টায় কোস্ট গার্ড স্টেশন পাগলা নারায়ণগঞ্জের কাঁচপুর ব্রিজসংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানকালে ওই এলাকায় তিনটি ট্রাক তল্লাশি করে আনুমানিক ৪৩ লাখ ৮০ হাজার পিস অবৈধ চিংড়ির রেণু জব্দ করা হয়, যার বাজারমূল্য প্রায় ৩ কোটি ৯৪ লাখ ২০ হাজার টাকা। প্রকৃত মালিক খুঁজে না পাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। পরে জব্দকৃত রেণু উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে মেঘনা নদীতে অবমুক্ত করা হয় এবং ট্রাক ও ড্রাইভারকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।