বুধবার, ১৪ মে ২০২৫

|

বৈশাখ ৩০ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

ওয়াসার পানির সমস্যার সমাধান চাইতে নগর ভবনে এনসিপি নেতারা

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৪:২১, ১৪ মে ২০২৫

আপডেট: ১৪:২৪, ১৪ মে ২০২৫

ওয়াসার পানির সমস্যার সমাধান চাইতে নগর ভবনে এনসিপি নেতারা

নগর ভবনে এনসিপির প্রতিনিধি দল

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন এলাকায় দীর্ঘদিন যাবৎ ওয়াসার পানি নিয়ে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে নগরবাসীকে। চলমান এ সংকট সমাধানে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিও) জাকির হোসেনের সাথে আলোচনা করেছেন নারায়ণগঞ্জ জেলা ও মহানগর জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা।

এসময় দ্রুত এ সমস্যার সমাধান না করা হলে নগরবাসীর কাছে রাস্তায় নেমে আসা ছাড়া কোন বিকল্প থাকবে না বলে জানান এনসিপি নেতারা।

বুধবার (১৪ মে) সকালে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নগর ভবনে যান এনসিপির প্রতিনিধি দল।

আলেচনা শেষে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের সংগঠক শওকত আলী জানান, নারায়ণগঞ্জ এ দীর্ঘদিন যাবত ওয়াসার পানির সমস্যা। মানুষের ভোগান্তি চরমে। পানি আসে না, আসলেও সেই পানির দুর্গন্ধে মুখে নেয়া তো দূর,হাত মুখ ও ধোয়ার উপায় নেই। এইসব সমস্যা নিয়ে গিয়েছিলাম নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সিইও এর সাথে সমাধানের দাবী নিয়ে। পানি ওয়াসার হলেও নারায়ণগঞ্জ এ এই দায়িত্ব নিয়েছিল সিটি কর্পোরেশন। কিন্তু সেই দায়িত্ব তারা ঠিকভাবে পালন করতে পারছে না দীর্ঘদিন। 

তিনি আরও বলেন, আলাপে যা বোঝা গেল, পানির এ সমস্যা সহসাই দূর হচ্ছে না। যদিও তারা ১ সপ্তাহের মধ্যে নতুন ১০ টি পাম্প কিনে একটা সমাধানের কথা বলেছেন এবং সবমিলিয়ে এক মাসের মধ্যে অবস্থার উন্নতি হওয়ার আশ্বাস দিয়েছেন।

তিনি আরও বলেন, আমরা সেই আল্টিমেটাম দিয়েই এসেছি। এরমধ্যে সমাধান না হলে নারায়ণগঞ্জ শহরে জনগণের রাস্তায় নেমে আসা ছাড়া বিকল্প থাকবে না। আমরা পানির সমস্যার স্থায়ী সমাধান চাই।

এসময় আরও উপস্থিত ছিলেন কবি ও পরিবেশ কর্মী আরিফ বুলবুল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নারায়ণগঞ্জ জেলা যুগ্ম আহ্বায়ক ফারদিন শেখ, এনসিপির স্থানীয় সংগঠক কাওসার আলী রনি, রাহুল চৌধুরীসহ এনসিপি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা।