
ফাইল ছবি
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীকে গ্রেপ্তারে বাধা ও পুলিশের ওপর হামলার অভিযোগে দায়ের করা মামলায় তিন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৩ মে) বিষয়টি নিশ্চিত করেছে নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী।
এর আগে সোমবার রাতে নগরীর শহীদ নগর এলাকায় অভিযান চালিয়ে আসামিদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- মিথুন (৩৬), জান্নাতুল ফেরদৌস জিসান (২১) ও মোহাম্মদ হানিফ (৫০)।
এর আগে সোমবার সন্ধ্যায় আইভীকে গ্রেপ্তারের পর নিয়ে যাওয়ার পথে পুলিশের গাড়িবহরে হামলার ঘটনায় ২৫২ জনকে আসামি করে মামলা করা হয়েছে।
নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী বলেন, সোমবার সন্ধ্যায় মামলাটি দায়ের করা হয়েছে। তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
এর আগে গত ৮ মে রাতে আইভীকে গ্রেপ্তার করতে নগরীর দেওভোগে তার পৈতৃক বাড়ি ‘চুনকা কুটিরে’ গেলে আওয়ামী লীগের নেতাকর্মী ও স্থানীয় এলাকাবাসী গ্রেপ্তারে বাধা দেন। এসময় সড়ক অবরোধ ও আইভীর বাড়ি ঘেরাও করে রাখেন তারা। পরবর্তীতক সকালে আইভীকে গ্রেপ্তার করে আদালতে নেয়ার পথে পুলিশের গাড়ি বহরে হামলার ঘটনা ঘটে।