
ফাইল ছবি
নারায়ণগঞ্জে এসএসসি পরীক্ষার শেষ দিনে পরীক্ষা শেষে পরীক্ষার্থীদের চকলেট দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।
মঙ্গলবার (১৩ মে) এসএসসি পরীক্ষার শেষ দিনে বেশ কয়েকটি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন ডিসি।
এসময় তিনি বলেন, আজকে এসএসসি পরীক্ষার্থীদের পরীক্ষা শেষ হচ্ছে। যারা আমাদের সন্তান, যারা আগামী দিনে এ দেশ পরিচালনা করবে, তাদের দক্ষ করে গড়ে তোলার জন্য আমরা চেষ্টা করছি।
তিনি আরো বলেন, আমরা পরীক্ষার শুরুতে এসেছিলাম। আজ পরীক্ষা শেষেও আমরা আসলাম। সুন্দর ভাবে পরীক্ষা ওরা শেষ করেছে তাই ওদের একটা করে চকলেট উপহার দিতে এসেছি।